ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ‘বিগ বস’জয়ী রুবিনা

রুবিনা দিলাইক
ইনস্টাগ্রাম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক। সম্প্রতি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। টুইটারে রুবিনার দুর্ঘটনার খবর জানিয়েছেন তাঁর স্বামী অভিনব শুক্লা। ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘রুবিনা এখন ভালো আছে। তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।’ খবর হিন্দুস্তান টাইমসের

আরও পড়ুন

দুর্ঘটনা নিয়ে পরে টুইট করেছেন রুবিনা নিজেই, ‘দুর্ঘটনায় আমি মাথা ও কোমরে চোট পেয়েছি। এটা ছিল ভয়াবহ একটা মুহূর্ত, আমরা দ্রুতই হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত গাড়ি
টুইটার

সব ঠিকঠাক আছে। বেপরোয়া ট্রাকচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। সবার প্রতি অনুরোধ, রাস্তায় সাবধানে গাড়ি চালান। নিয়ম করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্যই।’

৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। রিয়েলিটি শো ‘বিগ বস’-এ জয়ী হওয়ার পর রুবিনার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে।

২০২০ সালে ‘বেরেলি কি বেটি’ নামের স্বল্প দৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন। বলিউডে অভিষেক হয় গত বছর, ‘আর্ধ’ দিয়ে।

রুবিনা দিলাইক
ইনস্টাগ্রাম

এ ছাড়া অনেক মিউজিক ভিডিও, ওয়েব সিরিজেও দেখা গেছে রুবিনাকে।