সালমানের বাসায় গুলি: আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ
দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে। এমনকি তাঁর বাসার বাইরে গুলি চালিয়েছিলেন দুজন আততায়ী। আর এই গুলি–কাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের নাম। আনমোলকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।
জানাগেছে, আনমোল বিষ্ণোইকে ক্যালিফোর্নিয়া থেকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। মার্কিন পুলিশ জানিয়েছে, এখন আনমোল তাদের হেফাজতে আছে। মুম্বাই পুলিশ আনমোলকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদনপত্র পাঠিয়েছে বলে আরেক সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ঘোষণা করেছিল যে আনমোল বিষ্ণোইয়ের সম্পর্কে যে খবর দেবেন, তাঁকে তারা ১০ লাখ রুপি পুরস্কারস্বরূপ দেবে। ২০২২ সালে এনআইএ আনমোলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছিল। ২০২১ সালে জামিনে ছাড়া পেয়েছিলেন আনমোল। এরপর জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।
গত ১৪ এপ্রিলে সাতসকালে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়েছিল। এরপর মুম্বাই পুলিশ ভিকি গুপ্ত ও সাগর পাল নামের দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। এই দুজন বিহারের বাসিন্দা। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে অনুজ থাপন নামের এক অভিযুক্ত গত ১ মে পুলিশি হেফাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। সালমানের বাসার বাইরে এ ঘটনার মূল পাণ্ডা হিসেবে আনমোল বিষ্ণোইয়ের নাম উঠে এসেছিল। ১৩ অক্টোবর রাতে সালমানের ঘনিষ্ঠ বন্ধু এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়েছিল। বাবা সিদ্দিককে হত্যার দায় আনমোল বিষ্ণোইয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। মুম্বাই পুলিশ আনমোল বিষ্ণোইকে ধরার ক্রমাগত চেষ্টা করে আসছিল।