মনীষার অশেষ কৃতজ্ঞতা

মনীষা কৈরালামাসুম অপু

জীবনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মনীষা কৈরালার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিরিজ ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এখন প্রচারণায় জোর ব্যস্ত মনীষা। সম্প্রতি বলিউডের এই দাপুটে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘জীবনের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। ক্যারিয়ারে আমি অনেক সুন্দর মুহূর্ত, উল্লেখযোগ্য চরিত্র, সেরা পরিচালকের সান্নিধ্য আর বন্ধুত্ব পেয়েছি। ঈশ্বরের কৃপায় আমি ক্যানসারের সঙ্গে লড়াই করে দ্বিতীয় জীবন শুরু করতে পেরেছি। আমি আমার এই জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছি। অনেক ভুল পথে হেঁটেছি। জীবনই আমার সবচেয়ে বড় শিক্ষক। সব চড়াই–উতরাই মোকাবিলা করতে জীবনই শিখিয়েছে। আমি এখন আরও গভীরভাবে সময়ের মূল্য দিতে শিখেছি।’

নেক্সট অন নেটফ্লিক্স ইন্ডিয়া অনুষ্ঠানে হীরামন্ডির চার নায়িকা মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেহগাল ও সানজিদা শেখ। ছবি: এএফপি

একই পোস্টে মনীষা আরও বলেন, ‘অতীতে আমার দিনগুলো অনেক বিষাদময় ছিল। এখন জীবন অনেক শান্তিপূর্ণ। আমার জীবনের এখন সেরা পর্যায় পার করছি। নিজের মা–বাবার সঙ্গে যতটা সম্ভব সময় কাটাচ্ছি। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আমার সাজানো বাগানে সময় কাটাচ্ছি। আমি কখনো-ই চাই না সব সেরা ছবির অংশ হতে। আর শহুরে জীবন আমি চাই না। আমি সেই সব মানুষের সঙ্গে কাজ করি, যাঁদের আমি সম্মান করি। এসএলবি (সঞ্জয় লীলা বানসালি) তেমনই একজন।’

মনীষা কৈরালা
মাসুম অপু

সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজটি আগামী ১ মে মুক্তি পাবে। এই ছবিতে মনীষা কৈরালা ছাড়া আছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শরমিন সেগল প্রমুখ।