নিষ্ঠুর হাসির এই দীপিকাকে আগে কে দেখেছে

‘সিংহাম এগেইন’ ছবিতে দীপিকার লুক। ইনস্টাগ্রাম থেকে

চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ দীপিকা পাড়ুকোনকে অ্যাকশন অবতারে দেখা গেছে। এর আগে ‘ছাপাক’ সিনেমায় করেছিলেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হওয়া নারীর চরিত্রে। তবে নতুন সিনেমায় তাঁর লুক দেখে চমকে গেছেন ভক্ত-অনুসারীরা। মূলত রোমান্টিক সিনেমার জন্য পরিচিত দীপিকা, তাই তাঁর এমন নৃশংস লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

মূলত রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দীপিকা পাড়ুকোন। তাই গত বছর যখন পরিচালক রোহিত শেঠি ইঙ্গিত দেন, তাঁর কপ ইউনিভার্সে যোগ হচ্ছেন দীপিকা—অনেকেই চমকে গিয়েছিলেন।

অজয় দেবগন, রণবীর সিং থেকে শুরু করে অক্ষয় কুমার—রোহিত শেঠির কপ ইউনিভার্স-এ একে একে পা রেখেছেন অনেকেই। এই প্রথম পরিচালক নিয়ে আসছেন একজন নারী পুলিশকে। ‘সিংহাম এগেইন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। আজ রোববার ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা।

‘সিংহাম এগেইন’ ছবিতে দীপিকার লুক। ইনস্টাগ্রাম থেকে

রোহিতের নারী পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহাম’। দীপিকার চরিত্রের নাম শক্তি শেঠি। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মানুষের স্তূপের ওপর বসে রয়েছেন অভিনেত্রী। পরনে পুলিশের পোশাক। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। মুখে নিষ্ঠুর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল একজনের মুখে ঢোকানো রয়েছে।

ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘শক্তি শেঠিকে চিনে নিন।’ অন্যদিকে রোহিত এই লুক পোস্ট করে লিখেছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কম ইউনিভার্সের সবচেয়ে নিষ্ঠুর ও নৃশংস অফিসারকে চিনে নিন— শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।’

গত বছর ‘সার্কাস’-এর প্রচারের সময় রোহিত প্রথম জানান যে ‘সিংহাম এগেইন’ ছবিতে তিনি মূল পুলিশ চরিত্রে একজন নারীই রাখবেন।

‘সিংহাম এগেইন’ ছবিতে দীপিকার লুক। ইনস্টাগ্রাম থেকে

শুধু তা-ই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। ছবিটি ২০২৪ সালে মুক্তি পাবে।