তিন মাস বয়সে মেয়ের ওপেন হার্ট সার্জারির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিপাশা

মেয়ের সঙ্গে করণ ও বিপশা দম্পতি। ইনস্টাগ্রাম থেকে

গত বছরের নভেম্বরে মা হয়েছেন বিপাশা বসু। করণ সিং গ্রোভার ও বিপাশার সংসারে এটিই প্রথম সন্তান। বিপাশা মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যার নানা মুহূর্তের ছবি শেয়ার করেন বিপাশা। তবে এবার মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের

গত শনিবার অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেন বিপাশা বসু।

অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেন বিপাশা বসু। ইনস্টাগ্রাম থেকে

সেই আড্ডাতেই প্রথমবারের মতো মেয়েকে নিয়ে তাঁর কঠিন লড়াইয়ের কথা প্রকাশ করেন অভিনেত্রী।

বিপাশা জানান, দেবীর জন্মের তিন দিনের মাথায় হৃদ্‌যন্ত্রে দুটি ছিদ্র ধরা পড়ে। মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করা হয় তার।

আরও পড়ুন

শুধু তা–ই নয়, মেয়ের জন্মের পর ১৫ দিন একাই লড়াই চালিয়ে ছিলেন বিপাশা। পরিবারের অন্য সদস্যদের দেবীর কাছে ঘেঁষতে দেননি তিনি।

মেয়ের সঙ্গে বিপাশা। ইনস্টাগ্রাম থেকে

বিপাশা জানান, আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানধারণ করেন তিনি। মা হওয়ার পর তাই ভাসছিলেন আবেগে। কিন্তু মেয়ের অসুস্থতা তাঁর রাতের ঘুম হারাম করে দেয়।

বিপাশা বলেন, ‘দেবীর জন্মের প্রথম ৪০ দিন, ৪০ রাত এক মুহূর্তের জন্য ঘুমাইনি। এর মধ্যে ১৫ দিন করণ আমার সঙ্গে ছিল না। ছবির শুটিংয়ে বাইরে থাকতে হয়েছিল। ও চেয়েছিল ছবিটা ছাড়তে কিন্তু তা সম্ভব হয়নি। আমি একা ছিলাম। সর্দি-কাশিতে আক্রান্ত কারও সংস্পর্শে আসা দেবীর জন্য ক্ষতিকর হতে পারত; আমার গোটা পরিবার সেই সময় ভাইরাল জ্বরে ভুগছিল, তাই কাউকে দেবীর কাছে ঘেঁষতে দিইনি। সবাই হয়তো ভাবছিল, কেন এমন অদ্ভুত আচরণ করছি। কিন্তু মেয়েকে রক্ষা করতে আমি বদ্ধপরিকর ছিলাম।’

নেহা ধুপিয়ার সঙ্গে আলাপচারিতায় বিপাশা জানান, তাঁর ৯ মাস বয়সী মেয়ে এখন পুরোপুরি সুস্থ।