২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পরিচালকের বিশ্বাসে ইন্দিরা হয়েছেন তিনি

ফাতিমা সানা শেখইনস্টাগ্রাম

মুক্তি পেল মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবির টিজার। আর টিজারেই সাড়া ফেলেছেন ভিকি কৌশল। তবে এই ছবিতে বড় চমক দিতে চলেছেন ‘দঙ্গলকন্যা’ ফাতিমা সানা শেখ। ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আসতে চলেছেন তিনি। সম্প্রতি এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সানা।

আরও পড়ুন

‘স্যাম বাহাদুর’ ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরে চর্চা তুঙ্গে। এই ছবিতে ভিকি কৌশল ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় আসতে চলেছেন। এই ছবির টিজার মুক্তি উপলক্ষে গত শুক্রবার মুম্বাইতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এ অনুষ্ঠানে ছবিতে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে সানা বলেন, ‘তিনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তাই আমি বুঝে উঠতে পারছিলাম না, ছবিটি নেওয়া ঠিক হবে কি না। কিন্তু মেঘনা (গুলজার) এ ব্যাপারে নিশ্চিত ছিলেন। তিনি বলেছিলেন, তাঁর প্রতি আস্থা রাখতে। যখন পরিচালক তাঁর প্রতি ভরসা রাখার কথা বলেন, তার মানে সব ঠিকঠাক আছে। হয়তোবা তিনি যা দেখতে পাচ্ছেন, আমি তা দেখতে পাচ্ছি না।’

একই অনুষ্ঠানে সানা কথা বলেন মেঘনা গুলজারকে নিয়েও, ‘আমি তাঁর (মেঘনা গুলজার) কাজ অত্যন্ত পছন্দ করি। তিনি আমার জন্য এই চ্যালেঞ্জ সহজ করে দিয়েছিলেন। মেঘনা জানতেন, তিনি কী চাইছেন। আর আমি সেটাই করেছি।’

সংবাদ সম্মেলনে ফাতিমা সানা শেখ। এএফপি

পর্দায় ইন্দিরা গান্ধী হয়ে উঠতে সানা ইতিহাসের অনেক বই পড়েছেন। ইন্দিরা গান্ধীর পুরোনো ভিডিও দেখেছেন। সানা বলেন, ‘আপনি যখন এ রকম এক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করবেন, তখন তাঁর ভ্রমণ বোঝা খুব জরুরি। ইতিহাসের বই পড়লে জানা যায়, আমাদের দেশে কত কী যে ঘটেছে।’

আমির খানের ‘দঙ্গল’ ছবিতে ফাতিমা সানা ও সানিয়া মালহোত্রাকে একসঙ্গে দুই বোনের চরিত্রে দেখা গেছে। ‘স্যাম বাহাদুর’ ছবিতেও আবার তাঁরা একসঙ্গে। সানিয়ার সঙ্গে আবার অভিনয়ের প্রসঙ্গে সানা বলেন, ‘আমরা দুজনে আবার একসঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। তবে একসঙ্গে অভিনয় নিয়মিত না হলেও আমাদের দেখা-সাক্ষাৎ হতেই থাকে। একে অপরের বাড়িতে যাই। কিন্তু একই ছবিতে কাজের অনুভূতিটাই আলাদা।’

ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম

সানিয়ার সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সেই সংগ্রামের দিনগুলো থেকে আমরা একে অপরকে দেখছি। একসঙ্গে “দঙ্গল”-এ সুযোগ পেয়েছিলাম। আমি অত্যন্ত ভাগ্যবতী,আমার জীবনে এ রকম এক মানুষ আছে।’
‘স্যাম বাহাদুর’ ছবিটি আগামী ১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।