সামান্থার যে সাত সিনেমা না দেখলেই নয়

শুরুটা তেলেগু সিনেমা দিয়ে। এরপর বিভিন্ন ভাষার সিনেমা, সিরিজ করে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন সামান্থা রুথ প্রভু। অনেক সিনেমাই করেছেন সামান্থা, কিন্তু কোন সিনেমাগুলো আপনাকে দেখতেই হবে? সম্প্রতি সামান্থা অভিনীত সেরা সাতটি সিনেমার তালিকা প্রকাশ করেছে ভারতের চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ফিল্ম কোম্পানিয়ন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সিনেমাগুলোর বিস্তারিত।
১ / ৭
২০১৩ সালে ‘সিথাম্মা বাকিটলো সিরিমালে চেট্ট’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন সামান্থা। সিকান্ত আদালা পরিচালিত সিনেমাটি পরে অন্য নামে তামিলেও মুক্তি পায়। এই সিনেমায় গিথা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন সামান্থা। সিনেমাটিতে ভেঙ্কোটেশ, মহেশ বাবু, প্রকাশ রাজের মতো তারকা থাকলেও আলাদা করে নজর কাড়েন সামান্থা। ৪০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ৮৫ কোটি রুপি ব্যবসা করে। সিনেমাটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। সামান্থার সেরা ৭ সিনেমার তালিকায় এটা আছে ৭ নম্বরে
আইএমডিবি
২ / ৭
স্বামী সৈনিক। নিজের কাজে ব্যস্ত থাকেন। তাঁর স্ত্রী রথিকে অনেক কিছুই সামলে নিতে হয়। এমন একটি চরিত্রে মনে রাখার মতো পারফরম্যান্স করেন সামান্থা। এটি ‘ইরুমবু থিরাই’ সিনেমার কথা, ২০১৮ সালে মুক্তি পাওয়া টেকনো-থ্রিলার সিনেমাটি বানিয়েছিলেন পি এস মিত্র। এতে সামান্থা ছাড়াও ছিলেন বিশাল, অর্জুন। ২০১৮ সালে এটি অন্যতম ব্যবসা সফল তামিল সিনেমা ছিল। ফিল্ম কোম্পানিয়নের তালিকায় এটা রয়েছে ছয়ে। এ সিনেমাটিও রয়েছে ডিজনি প্লাস হটস্টারে
আইএমডিবি
৩ / ৭
‘ইয়ে মায়া চেসাভ’–কে এই শতকের অন্যতম রোমান্টিক দক্ষিণি সিনেমা মনে করা হয়। গৌতম মেননের সিনেমাটি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সামান্থার। সিনেমায় জেসি চরিত্রে তাঁর পারফরম্যান্স এখনো ভুলতে পারেননি ভক্তরা। সিনেমাটির জন্য ফিল্মফেয়ার সাউথসহ বেশ কয়েকটি পুরস্কার জেতেন অভিনেত্রী। এই সিনেমা দেখা যাবে জিফাইভে
আইএমডিবি
আরও পড়ুন
৪ / ৭
এস এস রাজামৌলি পরিচালিত ‘এগা’ ছবিটি রয়েছে তালিকার চারে। ২০১২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয় হয়। মাত্র ৪০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১৩০ কোটির মতো ব্যবসা করে। এতে বিন্দু চরিত্রে অভিনয় করেছিলেন সামান্থা। তারকাবহুল সিনেমাটিতে আরও ছিলেন সুদীপ, নানি, আদি প্রমুখ। ছবিটি রয়েছে নেটফ্লিক্সে
আইএমডিবি
৫ / ৭
২০১৪ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘মানাম’ রয়েছে তালিকার তিনে। ছবিটি দেখা যাবে জিফাইভে। ফ্যান্টাসি ড্রামা সিনেমাটি বানিয়েছিলেন বিক্রম কুমার। এতে কৃষ্ণা ও পূজার দ্বৈত চরিত্রে দেখা যায় সামান্থাকে
আইএমডিবি
৬ / ৭
তালিকার দুইয়ে রয়েছে তামিল সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘২৪’। সময় পরিভ্রমণ নিয়ে নির্মিত সিনেমাটি বানিয়েছিলেন বিক্রম কুমার। এতে সুরিয়া করেছিলেন তিনটি চরিত্র। সামান্থাকে দেখা যায় সাথিয়া চরিত্রে। এ ছবিতে সমান্থার অভিনয় মুগ্ধ করে সমালোচকদের। ‘২৪’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে
৭ / ৭
ফিল্ম কেম্পানিয়নের এই তালিকার শীর্ষে রয়েছে সামান্থা ও রাম চরণ অভিনীত ‘রাঙ্গাস্থালম’। সুকুমারের এ ছবি মুক্তি পায় ২০১৮ সালে। এতে রামালক্ষ্মী চরিত্রে দেখা যায় সামান্থাকে। এ ছবিটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে
আইএমডিবি