‘থ্রি ইডিয়টস’ অভিনেতা চিপস বিক্রি করতেন, ছিলেন ওয়েটারও

ব্যাপ্তি স্বল্প সময়ের হলেও শুরু থেকে ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে বলিউডে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে তাঁর কথা বললেই দর্শকদের মনে পড়ে ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয়ের কথা। সিনেমার পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার জিতেছিলেন বোমান ইরানি। আলোচিত এই অভিনেতার আজ জন্মদিন। বিশেষ এই দিনে কীভাবে তিনি অভিনয়ে এসেছেন দেখে নিতে পারেন ছবিতে...
১ / ৫
এই অভিনেতার জন্ম মহারাষ্ট্রের মুম্বাইয়ে। শৈশব থেকেই তাঁর মঞ্চ অভিনয়ের দিকে ঝোঁক ছিল। কিন্তু জীবিকার তাগিদে একসময় আলুর চিপস বিক্রি করেছেন তিনি। বেকারির দোকানেও কাজ করেছেন। এভাবেই কৈশোর কেটেছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
পরবর্তী সময়ে এই অভিনেতা একসময় অর্থের জন্য তাজমহল প্যালেসে ওয়েটারের কাজ করেছেন। কখনো রুম সার্ভিসিংয়ের কাজ করতেন। তখন তাজমহল হোটেলে ছবি তুলেও আয় করতেন। নব্বইয়ের দশকে তিনি মঞ্চ অভিনয়ের দিকে মনোযোগ দেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
মঞ্চে মহাত্মা গান্ধী, ফিরোজ আব্বাসসহ অনেকের চরিত্রে অভিনয় করলেও বলিউডে বেশ পরে নাম লেখান। ৪১ বছর বয়সে প্রথম সিনেমায় অভিনয় করেন। সিনেমার নাম ছিল ‘যোশ’। পরে ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর পরিচিতি বাড়তে থাকে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
বোমান ইরানিকে বেশির ভাগ পর্দায় দেখা যায় বাবা, চাচা, বন্ধু, চিকিৎসক, প্রতিবেশী ও কোর্ট রুমে বিচারকের চরিত্রে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন আমির খানের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার শিক্ষক চরিত্রে অভিনয় করে। এখনো এটি তাঁর ক্যারিয়ারের সেরা চরিত্রের একটি। এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।
ছবি: আইএমডিবি
৫ / ৫
প্রায় শতাধিক সিনেমার এই অভিনেতা শখে ফটোগ্রাফার হলেও তিনি অভিনয় নিয়ে বেশি ব্যস্ত। শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘ড. আবদুল কালাম’সহ ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর জন্ম ১৯৫৯ সালের ২ ডিসেম্বর।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন