নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকেরা দেখছেন সাইফপুত্রের কম রেটিংয়ের ছবিটি

‘নাদানিয়ান’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

এ মুহূর্তে নেটফ্লিক্সে আলোচনায় রয়েছে ‘দ্য ইলেকট্রিক স্ট্রেট’ সিনেমা। অ্যাকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিক ঘরানার এ সিনেমাটি নেটফ্লিক্সের শীর্ষ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ শতাধিক দেশের দর্শক হুমড়ি খেয়ে দেখছেন। সেখানে সিনেমাটি না দেখে ভিন্ন পথে হাঁটছেন বাংলাদেশের নেটফ্লিক্সের ব্যবহারকারীরা। ফ্লিক্স পেট্রল ডটকম সূত্রে জানা যায়, বাংলাদেশের দর্শকেরা সবচেয়ে কম রেটিংয়ের ভারতীয় সিনেমা ‘নাদানিয়ান’ দেখছেন। অন্যদিকে ভারতের দর্শক দেখছেন ইমার্জেন্সি সিনেমা।

‘নাদানিয়ান’ সিনেমার দৃশ্যে। ছবি: আইএমডিবি

‘নাদানিয়ান’ সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। তাঁর সঙ্গে রয়েছেন খুশি কাপুর। মূলত সিনেমাটি সাইফ আলী খানের ছেলে অভিনয় করার জন্য দর্শকেরা কৌতূহল নিয়ে দেখছেন। সাইফপুত্র ইব্রাহিম শৈশবে বাবার সঙ্গে ‘তাসান’ সিনেমায় অভিনয় করলেও পরে আর তাঁকে সেভাবে অভিনয় করতে দেখা যায়নি। তবে ‘রকি ওউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার দ্বিতীয় প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

‘দ্য ইলেকট্রিক স্ট্রেট’ সিনেমার পোস্টার।

অন্যদিকে ‘দ্য ইলেকট্রিক স্ট্রেট’ সিনেমাটি একের পর এক স্ট্রিমিংয়ে রেকর্ড গড়েই যাচ্ছে। একই নামের গ্রাফিকস নভেল থেকে সিনেমাটি নির্মিত। সিনেমাটি শুরু থেকেই আলোচনায় ছিল বাজেটের জন্য। সিনেমাটির বাজেট ৩২০ মিলিয়ন ডলার। বর্তমান সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.১। সিনেমাটিকে ভোট দিয়েছেন ২০ হাজার দর্শক।

‘দ্য ইলেকট্রিক স্ট্রেট’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি

অনাথ এক কিশোরী তাঁর হারিয়ে যাওয়া ভাইকে খুঁজছে। ভাইকে খোঁজার সঙ্গী এক রহস্যময় রোবট। এ গল্পে ঢুকে যায় এক চোরাকারবারি। অ্যাকশন এই সিনেমাটি দর্শকেরা পছন্দ করেছেন। সিনেমাটি নিয়ে সমালোচকেরা লিখছেন, সিনেমার কাস্টিং অসাধারণ। সেখানে ভিজ্যুয়ালি সিনেমাটি আরও আকর্ষণীয়। পরিবার নিয়ে এক বসায় দেখার মতো সিনেমা। সিনেমায় অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, উডি হ্যারেলসন, উডি নরম্যান, অ্যান রুশো ও ক্রিস প্যাট। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।