‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ছোট্ট মেয়েটি এখন কী করছেন

শাহরুখের সঙ্গে অঞ্জলি চরিত্রে অভিনয় করেন সানা। কোলাজ

শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, সালমান খানের মতো তারকাদের ভিড়েও নজর কেড়েছিল ছোট্ট মেয়েটি। পর্দায় শাহরুখের মেয়ে অঞ্জলির চরিত্রে অভিনয় করে সে।

আরও পড়ুন

অঞ্জলির চরিত্রে অভিনয় করা সেই মেয়ে সানা সাঈদ। আজ ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটি মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে ছবির অন্যান্য তারকার মতো কথা বলেছেন সানা সাঈদও।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সানা সাঈদের প্রথম সিনেমা। শিশুশিল্পী হিসেবে সে ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় শাহরুখের সঙ্গে সানা

তবে সানা এখন আর ছোট্টটি নেই, তাঁর বয়স এখন ৩৫।

বড় হওয়ার পর পেশা হিসেবে অভিনয় ও মডেলিংকেই বেছে নিয়েছেন তিনি।
‘ঝলক দিখলা যা’, ‘নাচ বলিয়ে’, ‘ফিয়ার ফ্যাক্টর’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন সানা সাঈদ।

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানা বলেন, ‘ছবিটির যখন শুটিং হয়, তখন আমার বয়স মাত্র সাত বছর; কী হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। তবে আগে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল, তাই ক্যামেরা নিয়ে ধারণা ছিল।

সানা সাঈদ
ইনস্টাগ্রাম থেকে

এটা ছিল আমার প্রথম সিনেমা। তাই এটা কী ধরনের প্রভাব ফেলবে, কোনো ধারণাই ছিল না। তখন আমাকে কেউ জিজ্ঞাসা করলেই বলতাম, আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান। কিন্তু তাঁর সঙ্গেই যে অভিনয় করব, ভাবতেই পারিনি। এখন যখন পেছনে ফিরে তাকাই, মনে হয়, আমি কী করেছি! শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছি!’