সত্যিই কি মা হতে যাচ্ছেন ক্যাটরিনা?
কয়েক মাস ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জন আরও বেশি ডালপালা মেলে ১৫ জুলাই। বিয়ের পর প্রথম জন্মদিন পালন করতে সেদিন স্বামী ভিকি কৌশলকে নিয়ে মালদ্বীপে উড়ে যান ক্যাট। অনেক ভারতীয় সংবাদমাধ্যম তখন খবর প্রকাশ করে, ১৬ জুলাই নিজের জন্মদিনেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেবেন অভিনেত্রী। কিন্তু সে গুঞ্জন সত্যি হয়নি। ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে গতকাল। শনিবার স্বামী ভিকি কৌশলকে নিয়ে মুম্বাইয়ের একটি ক্লিনিকে গিয়েছিলেন ক্যাটরিনা। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্ন—সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সত্যি। সামনেই নিজের পরের ছবি ‘ফোন ভূত’ সহকর্মী ঈষাণ খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদীকে নিয়ে ‘কফি উইথ করণ’-এ হাজির হবেন ক্যাট। সেখানে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নিজেই ইঙ্গিত দেবেন। তবে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে অভিনেত্রী বা তাঁর স্বামী ভিকি কৌশলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার মুম্বাইয়ের ক্লিনিকে ক্যাটরিনাকে দেখা যায় গোলাপি সালোয়ারে, স্বামী ভিকি কৌশল ছিলেন ক্যাজুয়াল লুকে। দিন কয়েক আগেই মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন ক্যাট। সেখানেও তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা যায়। কেবল গত কয়েক দিনেই নয়, সাম্প্রতিক সময়ে যে কয়েকবার পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়েছেন, বেশির ভাগ সময়ই তাঁকে ঢিলেঢালা পোশাকেই দেখা গেছে। যে ধরনের পোশাকে তাঁকে আগে খুব একটা দেখা যেত না।
গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। অভিনেত্রী এখন ব্যস্ত শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবির শুটিংয়ে। ছবিতে তাঁর সহকর্মী জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি।