‘পাঠান’, ‘ওয়ার’, ‘টাইগার ৩’-এর নেপথ্যের নায়ককে চেনেন কি
যশ রাজ ফিল্মসের ব্যবসাসফল দুই সিনেমা ‘ওয়ার’ ও ‘পাঠান’। ২০১৯ সালে ‘ওয়ার’ সুপারহিট হওয়ার পরই মূলত যশ রাজ স্পাই ইউনিভার্সের কথা ভাবতে শুরু করে। ব্যাপক ব্যবসাসফল দুই সিনেমার অভিনেতা ও পরিচালকদের নিয়ে অনেক কথা হয়। কিন্তু আড়ালে থেকে যান নেপথ্যের মানুষটি। তিনি স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘টাইগার ৩’-এর সঙ্গেও যুক্ত। কে তিনি? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
২০১৯ সালে ‘ওয়ার’ মুক্তির পর ৪৭৫ কোটি রুপি ব্যবসা করে। অন্যদিকে চলতি বছর মুক্তি পাওয়া ‘পাঠান’ বক্স অফিস থেকে আয় করে এক হাজার কোটি রুপির বেশি। গতকাল ‘টাইগার ৩’ আয় করেছে ৪২ কোটি রুপি।
তিনি সিনেমার নেপথ্যের কারিগর শ্রীধর রাঘবন। ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’-এর চিত্রনাট্য তাঁরই লেখা। বলা হয়, যশ রাজের এই স্পাই ইউনিভার্সের ধারণা তাঁরই মস্তিষ্কপ্রসূত।
২০১১ সালে মুক্তি পায় ‘টাইগার’ সিনেমাটি। তবে তখন স্পাই ইউনিভার্স যে হবে, তেমন কোনো ভাবনার কথা শোনা যায়নি। ২০২০ সালে ‘টাইগার ৩’ ও ‘পাঠান’ নিয়ে কাজের সময়ই প্রকাশ্যে আসে যশ রাজের স্পাই ইউনিভার্সের ধারণাটি।
ডিএনএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’-এর গল্প লেখার পরই শ্রীরাম মাধবনের মাথায় দুই চরিত্রকে একসঙ্গে হাজির করার আইডিয়া আসে। পরে মনে হয়, সঙ্গে ‘ওয়ার’-এর কবিরকে যুক্ত করলেও মন্দ হয় না। এভাবেই বিভিন্ন চরিত্রের ক্রসওভারের পরিকল্পনা করে তৈরি হয় স্পাই ইউনিভার্স।
যাঁরা হিন্দি সিনেমা ও সিরিয়ালের খোঁজ রাখেন, তাঁরা লেখকের পুরোনো কাজগুলোর সঙ্গেও পরিচিত হওয়ার কথা। বলিউডে চিত্রনাট্যকার হিসেবে কাজ করার তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
২০০৪ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘দিওয়ার’ সিনেমার চিত্রনাট্যও তাঁর লেখা। তুমুল জনপ্রিয় টিভি শো ‘সিআইডি’রও সৃজনশীল প্রযোজকও ছিলেন শ্রীধর। তাঁর লেখা অন্য সিনেমার মধ্যে আছে ‘অপহরণ’, ‘ব্লাফমাস্টার’, ‘চাঁদনি চক টু চায়না’। এ ছাড়া ওটিটির আলোচিত দুই সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’ ও ‘দ্য নাইট ম্যানেজার’-এরও লেখক তিনি।
অনেককেই হয়তো জানেন না, শ্রীধর রাঘবন পরিচালক শ্রীরাম রাঘবনের ভাই। শ্রীরাম রাঘবন থ্রিলার সিনেমা নির্মাণের জন্য খ্যাত। আগে ‘বদলাপুর’, ‘জনি গাদ্দার’, ‘আন্ধাধুন’ ইত্যাদি সিনেমা বানিয়েছেন। এক ভাই চিত্রনাট্যকার অন্য ভাই নির্মাতা হলেও দুজনকে সেভাবে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।