‘তারা জীবন ধ্বংস করে দেয়’, সাবেক প্রেমিকাদের নিয়ে সালমান
নয় নয় করে জীবনের ৫৬টি বসন্ত পার করেছেন ‘ভাইজান’। বলিউডে একমাত্র ব্যাচেলর হিসেবেও পরিচিত। এখন প্রায় সময়ই তাঁর কাছে একটা কমন প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে, বিয়ে করবেন কবে? বলা হচ্ছে সালমান খানের কথা। ৫৭ বছর বয়সী এই তারকা বিয়ে না করলেও প্রেমে পড়েছিলেন একাধিকবার। সেই সালমান খান বললেন, জীবন শেষ করে দিতেই নাকি জীবনে আসেন প্রেমিকারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্প্রতি সালমান খান তাঁর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রচারে উপস্থিত হয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে। সেখানেই কপিল শর্মা প্রশ্ন করেন সালমানকে, ‘আপনাকে “জান” বলার অধিকার আপনি কাকে দিয়েছেন?’ এ প্রশ্নের উত্তরে সালমান প্রেমিকা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেন।
সালমান বলেন, ‘“জান” বলার অধিকার এখনো কাউকে দিইনি। কারণ, জীবন শেষ করে দিতেই জীবনে আসে প্রেমিকারা। প্রথমে “জান” বলে ভালোবাসা দেখায়। “আমি তোমার সঙ্গে থাকতে পেরে খুব ভাগ্যবান, আমি তোমাকে ভালোবাসি,” এসব বলে। যখন দেখে, আপনি তার প্রেমে পড়েছেন, তখন আপনার জীবনকে ধ্বংস করে দেবে।’
শুধু এখানেই ক্ষান্ত হননি সালমান; তিনি আরও বলেন, ‘“জান” হচ্ছে একটি অসম্পূর্ণ শব্দ। এর পরিপূর্ণ অর্থ হবে, প্রথমে তোমার জীবন নিয়ে নেব। তারপর আরেকজনের জীবন বানাব এবং পরে তার জীবনও নিয়ে নেব।’
এ কথা বলার পর ‘দ্য কপিল শর্মা শো’তে হাসির রোল পড়ে যায়। শোয়ে উপস্থিত সবাই হাসতে থাকেন। সনি টিভির অফিশিয়াল ইনস্টাগ্রামে এ ভিডিওর ক্লিপ শেয়ার করা হয়েছে। অভিনেতা মজার ছলে বলেছেন কথাগুলো, যা দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা।
একাধিক প্রেম করেও সংসার বাঁধতে পারেননি সালমান। শোনা যায়, তাঁর প্রেমিকার তালিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ।
পবিত্র ঈদ উপলক্ষে আগামী ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’। এ সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। ফারহাদ সামজি পরিচালিত সিনেমাটি দক্ষিণি সিনেমা ‘ভিরাম’-এর রিমেক।