তিন ঘণ্টা অপেক্ষা করেও ‘শক্তিমান’ হতে পারেননি রণবীর

রণবীর সিং। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

 নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল মুকেশ খান্না অভিনীত ভারতীয় টেলিভিশনের ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই। চলতি বছরেই বলিউডের অন্দরে খবর রটেছিল ‘শক্তিমান’ নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে। আর শক্তিমান চরিত্রে অভিনেতা রণবীর সিংকে চূড়ান্ত করার খবরও প্রকাশ্যে আসে। অভিনেতাকে মুকেশ খান্নার অফিসেও দেখা যায়। তবে রণবীরকে অফিসে তিন ঘণ্টা বসিয়ে রেখেও ছাড়পত্র দেননি মুকেশ। জানিয়েছেন, এ চরিত্রে রণবীর সিংকে পছন্দ নয় তাঁর।

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি মুকেশ খান্নার সঙ্গে দেখা করতে তাঁর অফিসে যান রণবীর। কিন্তু সেখানে তিন ঘণ্টা অপেক্ষা করেও চরিত্রটির ছাড়পত্র পাননি এ অভিনেতা। রণবীরের অভিনয়ের প্রশংসা করলেও চরিত্রটির ইমেজ তিনি ধারণ করেন না বলে মনে করেন মুকেশ।

মুকেশের কথায়, ‘আমি তো জোর করে ওকে অপেক্ষা করাইনি। ওর ইচ্ছা হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিল। রণবীর আমার অফিসে আসেন, আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করেছি। ও নিঃসন্দেহে দারুণ একজন অভিনেতা।

রণবীর সিং
ইনস্টাগ্রাম

অসম্ভব এনার্জি আছে তার মধ্যে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কে শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন। প্রযোজকেরা অভিনেতাদের নির্বাচন করেন। সেটাই পদ্ধতি। একজন অভিনেতা কখনো প্রযোজককে বেছে নেন না। এখন আমার অফিসে যে কেউ এসে যদি বলেন, তিনি শক্তিমান হতে চান, আমি কখনোই অনুমতি দেব না।’

শক্তিমান চরিত্রে বড় তারকা নির্বাচনের পক্ষে নন মুকেশ খান্না। বরং তাঁর কাছে গুরুত্বপূর্ণ এ চরিত্রে মানিয়ে নেওয়া। তাঁর কথায়, ‘শক্তিমান চরিত্রে বড় কোনো তারকাকেই কাস্ট করতে হবে, এমন নয়। আসলে এই চরিত্রের জন্য যথাযথ মুখের গড়ন প্রয়োজন। আমাকে বলুন, অক্ষয় কুমারকে কেন পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে মানায়নি? পরচুলা পরে, নকল গোফ-দাড়ি পরেছিলেন বলেই দর্শক অক্ষয়কে পৃথ্বীরাজের ভূমিকায় নিতে পারেনি।’

মুকেশ খান্নার এ মন্তব্যের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি শক্তিমান চরিত্রে বড় পর্দায় নিজেকেই দেখতে চাইছেন মুকেশ খান্না? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেতা। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বলেন, ‘এ রকম কোনো ইচ্ছা আমার নেই। একটা ভুয়া খবর রটেছে। আমিই আসল শক্তিমান, সেটাই বোঝাতে চেয়েছি মাত্র। তার মানে এই নয় যে বড় পর্দাতেও আমিই অভিনয় করছি। তাই শক্তিমানের উত্তরাধিকার কীভাবে বহন করা হবে, সেটাও আমিই ঠিক করব। দ্বিতীয়ত, শক্তিমানের পোশাক পরে আমার এটা প্রমাণ করার দরকার নেই যে আমি রণবীর সিং বা অন্য কোনো অভিনেতার থেকে ভালো।’
রণবীরকে সবশেষ দেখা গেছে রহিত শেঠির পরিচালনায় ‘সিংহাম এগেইন’ সিনেমায়। এতে ইন্সপেক্টর সিম্বা চরিত্রে দেখা গেছে তাঁকে। সিনেমায় আরও দেখা গেছে, অজয়, দীপিকা, অক্ষয় ও কারিনা কাপুরকে।