শর্বরীকে কেন বছরের সেরা আবিষ্কার বলা হচ্ছে

প্রতিবছরই বলিউডে উঠে আসেন নতুন তারকা। চলতি বছর যেমন চর্চা হচ্ছে শর্বরী বাগকে নিয়ে। মনে করা হচ্ছে, ২০২৪ সাল এই তরুণ অভিনেত্রীর ক্যারিয়ারের বাঁকবদলের বছর; কিন্তু কেন শর্বরীকে নিয়ে এত আলোচনা? পিংকভিলা, কইমইডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

১ / ৭
চলতি বছর শর্বরীর তিনটি প্রকল্প মুক্তি পেয়েছে। তিনটিই ভিন্ন ভিন্ন কারণে আলোচিত হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
এর মধ্যে সবচেয়ে বেশি কথা হয়েছে ‘মুনজ্যা’ নিয়ে। গত ৭ জুন মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর ১৩০ কোটি রুপি আয় করে। চিত্রনাট্য, অভিনয় আর নির্মাণ মিলিয়ে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
সিনেমার পরপরই ২১ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘মহারাজা’। ‘মুনজ্যা’ থেকে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বেধা’ সিনেমাতেও শর্বরীর অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
এমন দুর্দান্ত বছর কাটানোর পর আরও বড় সুসংবাদ পান শর্বরী, যশরাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের সঙ্গে এক সিনেমায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
টানা সাফল্যে আপ্লুত শর্বরী বলেন, ‘এমন সাফল্যে আনন্দিত আমি। অভিনেত্রী হিসেবে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষী। আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য প্রযোজক, পরিচালকদের কাছে কৃতজ্ঞ।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও অনেকেই জানেন না শর্বরীর যাত্রা শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে। যশরাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন তিনি। আগামী বছর ওয়েব ও চলচ্চিত্রের বেশ কয়েকটি প্রকল্পে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে