এই দক্ষিণি ছবির জন্য ভোর সাড়ে চারটায় খুলবে সিনেমা হল

‘আদিপুরুষ’ আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে
ইনস্টাগ্রাম

মুক্তির আগে নানা বিতর্ক তৈরি হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি পছন্দ হয়নি। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’। ছবিটির অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ছবিটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। কোনো প্রেক্ষাগৃহে তো ভোর চারটায়ও প্রদর্শনী থাকছে। খবর বলিউড হাঙ্গামার

আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে দক্ষিণ ভারতে উন্মাদনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হায়দরাবাদ, কলকাতা, প্রয়াগরাজ, বেনারস, পুনে, আওরঙ্গবাদে প্রথম দিন ছবিটির সব শো হাউসফুল হওয়ার সম্ভাবনা।

‘আদিপুরুষ’ -এ প্রভাস
ফেসবুক থেকে

‘আদিপুরুষ’ নিয়ে উন্মাদনার মধ্যেই এল নতুন খবর—ভোর চারটায় (বাংলাদেশ সময় সাড়ে চারটা) ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।

পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই ছবি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাবে। ‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়া ছবি যুক্ত হতে চলেছে।

ইতিমধ্যে এই ছবির তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ স্বত্ব ১৭০ কোটি রুপি বা প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

‘আদিপুরুষ’ সিনেমার পোস্টার
ফেসবুক

প্রভাসকে ছবিতে প্রভু রাম ও কৃতি শ্যাননকে জানকী দেবীর ভূমিকায় দেখা যাবে। লঙ্কাপতি রাবণের চরিত্রে আসতে চলেছেন বলিউড তারকা সাইফ আলী খান।