শ্রীরাম আর বিজয়কে একসঙ্গে পেয়ে আপ্লুত ক্যাটরিনা
‘গ্ল্যামার গার্ল’ ইমেজের বাইরে নিজেকে নানা রূপে প্রমাণ করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ ছবিতে ক্যাটকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ছবি ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যের জাল বুনতে চলেছেন অভিনেত্রী। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে সম্পূর্ণ অন্য রূপে আসতে চলেছেন ক্যাটরিনা।
কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবনের ছবিটি। ছবিতে এই প্রথম জুটি বেঁধে আসছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ঘটা করে ছবির গান মুক্তি দেওয়া হয়।
এদিনের আসরে ছবির দুই মুখ্য তারকা বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ উপস্থিত ছিলেন। এই দুই তারকা ছাড়া ছিলেন পরিচালক শ্রীরাম রাঘবন, অভিনেতা সঞ্জয় কাপুরসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে ক্যাটরিনা কাইফ ‘মেরি ক্রিসমাস’ প্রসঙ্গে বলেন, ‘শ্রীরাম স্যার আর বিজয় স্যারের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলাম। বিজয় স্যার একটা দৃশ্য নিয়ে কথা বলছিলেন, আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল, এ মানুষটির কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর শ্রীরাম স্যার যা-ই করেন, অন্য রকম হয়।’
বদলাপুর, অন্ধাধুন পরিচালক শ্রীরাম রাঘবনের প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘শ্রীরাম স্যার ছবির গল্পকে এমনভাবে দেখেন, যেভাবে তিনি মানুষকে দেখেন। এই ছবিকে ঘিরে আমার জার্নিটা আলাদা। এই ছবির কাহিনি শোনামাত্রই আমি হারিয়ে গিয়েছিলাম। এটা শ্রীরাম রাঘবনের ছবি; তাই এই ছবির সঙ্গী হওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম।’
একই অনুষ্ঠানে ক্যাটরিনা প্রসঙ্গে বিজয় সেতুপতি বলেছেন, ‘আমি ক্যাটরিনার অনেক বড় ভক্ত। কখনো ভাবিনি যে তাঁর সঙ্গে কাজ করব। প্রথম দিন তাঁকে দেখার পর দারুণ খুশি হয়েছিলাম। এই খুশি ভাষায় প্রকাশ করতে পারব না। তিনি শুধু সুন্দরী নন, অভিনেত্রী হিসেবে তিনি অত্যন্ত সংবেদনশীল আর কৌতূহলী। তাঁর মনে অনেক প্রশ্ন। তিনি কাজের প্রতি নিবেদিতপ্রাণ।’
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ও তামিল ভাষায় আলাদা আলাদাভাবে শুটিং হয়েছে ছবিটির। দুই সংস্করণে দেখা যাবে ভিন্ন অভিনয়শিল্পীদের।