বাঁধন নন, ওয়ামিকা

আজমেরী হক বাঁধন ও ওয়ামিকা গাব্বি। কোলাজ

গত বছর ভারতীয় দুই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি-ফাইভে মুক্তি পায় ‘খুফিয়া’ও ‘কড়ক সিং’নামের দুটি হিন্দি সিনেমা। বিশাল ভারদ্বাজ ও অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই দুই সিনেমায় অন্য শিল্পীদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জয়া আহসান। চলতি বছর ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে এই দুই সিনেমার অন্য শিল্পীরা মনোনীত হলেও জায়গা পাননি জয়া ও বাঁধন। এদিকে গতকাল রোববার রাতে মুম্বাইয়ে বসেছিল এই পুরস্কারের আসর। যেখানে পুরস্কার পেয়েছেন ‘খুফিয়া’য় বাঁধনের সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। খবর ফিল্মফেয়ারের

গতকালের এই পুরস্কারের আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ সময় ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত করে ‘হীরামণ্ডি’র। ঠিক তার পরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার।

‘খুফিয়া’য় ওয়ামিকা গাব্বি। আইএমডিবি

ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কারিনা কাপুর। ‘অমর সিং চমকিলা’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্জ। একই সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন ইমতিয়াজ আলী। এ ছাড়া ওয়েব ফিল্ম বিভাগে ‘খুফিয়া’র জন্য সেরা সহ–অভিনেত্রী হয়েছেন ওয়ামিকা গাব্বি।

একনজরে ফিল্মফেয়ার ওটিটির উল্লেখযোগ্য পুরস্কার

সেরা সিরিজ: ‘দ্য রেলওয়ে ম্যান’
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (‘গানস অ্যান্ড গুলাবস’)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (‘স্ক্যাম ২০০৩’)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (‘গুল্লাক ৪’)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (‘হীরামাণ্ডি’)

ওয়েব ফিল্ম বিভাগ
সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম: ‘অমর সিং চমকিলা’
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী (‘অমর সিং চমকিলা’)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্জ (‘অমর সিং চমকিলা’)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (‘জানে জান’)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (‘মহারাজ’)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (‘খুফিয়া’)
সেরা সংগীত: এ আর রাহমান (অমর সিং চমকিলা)

কারিনা কাপুর খান
এএনআই

সমালোচক বিভাগ
সেরা সিরিজ: ‘গানস অ্যান্ড গুলাবস’
সেরা সিনেমা: ‘জানে জান’
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আহালওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পান্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (‘মুম্বাই মেরি জান’)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

আরও পড়ুন