দুধ দিয়ে গোসলের শর্ত পূরণ না করায় সিনেমা ছেড়েছিলেন এই অভিনেতা
দুধ দিয়ে গোসল করার অভ্যাস রবি কৃষাণের, অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগেই শোনা গেছে। এবার রবি নিজেই স্বীকার করলেন ঘটনা। এখানেই শেষ নয়, দুধ দিয়ে গোসল করার শর্ত পূরণ করতে না পারায় একটি সিনেমায় অভিনয়ও করেননি তিনি!
সম্প্রতি শুভংকর মিশ্রর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রবি কৃষাণ। সেখানেই তাঁকে নিয়ে বহুল চর্চিত গুজবের সবিস্তার বর্ণনা দিয়েছেন অভিনেতা।
রবি কৃষাণ জানান, দুধ দিয়ে গোসল করার অদ্ভুত অভ্যাস তাঁর অনেক দিনের। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে এই অভ্যাস সম্পর্কে জানান যেন শুটিং সেটেও নির্মাতা তাঁর জন্য দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করতে পারেন।
২০১২ সালে মুক্তি পায় অনুরাগ কাশ্যপের বহুল প্রশংসিত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতা রবি কৃষাণের কথা ভেবেছিলেন। কিন্তু বিপত্তি বাধে তাঁর দুধ নিয়ে গোসলের ব্যবস্থা করার শর্ত নিয়ে।
অনুরাগ বরাবরই অল্প বাজেটে সিনেমা বানান তাঁর জন্য এমন শর্ত পূরণ করা সম্ভব ছিল না। ফলে সে সিনেমায় আর রবিকে দেখা যায়নি। ‘গ্যাংস অব ওয়াসিপুরে’ কোন চরিত্রের জন্য অনুরাগ তাঁকে ভেবেছিলেন, তা অবশ্য জানাননি অভিনেতা। ‘গ্যাংস অব ওয়াসিপুরে’ অভিনয় করা না হলেও রবি পরে অবশ্য অনুরাগের আরেকটি সিনেমা ‘মুক্কাবাজ’-এ অভিনয় করেছিলেন।
এবারই প্রথম নয়, ছোট পর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির হয়েও নিজের এ অভ্যাসের কথা জানিয়েছিলেন রবি কৃষাণ। সেই অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, রবার্ট ডি নিরো, আল পাচিনোর মতো তারকাদেরও নাকি একই অভ্যাস আছে।
চলতি বছরটা অবশ্য দুর্দান্ত কাটিয়েছেন বলিউডের এই অভিনেতা। কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’-এ পুলিশ চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। শুরুতে চরিত্রটি করার কথা ছিল ছবির প্রযোজক আমির খানের। কিন্তু অডিশনে রবি এতটাই ভালো করেন যে আমির নিজেকে সরিয়ে নিয়ে রবিকে জায়গা দেন।
এ ছাড়া চলতি বছর ‘সিংহাম এগেইন’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।