গুলিতে নিহত বাবা সিদ্দিক যেভাবে সালমান-শাহরুখের ঝগড়া মিটিয়েছিলেন
গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি-অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিক। দশেরা উৎসব চলাকালে বাবা সিদ্দিককে গুলি করা হয়। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বলিউডেও। অনেক বলিউড তারকারই ঘনিষ্ঠ ছিলেন এই বাবা সিদ্দিক। তবে তিনি বেশি আলোচনায় আসেন সালমান খান ও শাহরুখের খানের বহুল চর্চিত পুনর্মিলনী দিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
একসময় এমন ছিল, যখন শাহরুখ-সালমান একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন। শোনা যায়, তাঁদের সম্পর্ক তিক্ত হয়েছিল ২০০৮ সালে। ক্যাটরিনা কাইফের জন্মদিনের একটি ঘটনাকে কেন্দ্র করে।
তবে বাবা সিদ্দিকের ডাকেই তাঁর ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান। সেখানেই দুজনের অভিমানের বরফ গলে যায়।
আলিঙ্গনে মিটে যায় যাবতীয় তিক্ততা। এরপরও একাধিকবার বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান। এমন মানুষের মৃত্যুর খবর পেয়েই লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান।
সূত্রের খবর, রিয়েলিটি শো ‘বিগ বসের’ শুটিং সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এদিন বাবা সিদ্দিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান শিল্পা শেঠি, সঞ্জয় দত্ত, জাহির ইকবালরা। কান্নায় ভেঙে পড়েন শিল্পা।
শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক।
এই শুটিংয়ে তিন ব্যক্তি অংশ নেন। বাবা সিদ্দিক হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজন পলাতক।