দাওয়াত ছাড়াই আম্বানির ছেলের বিয়েতে গিয়ে আটক ২

অনন্ত ও রাধিকা। রয়টার্স

‘রাজকীয়’ বলে কথা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন হাজির পুরো দুনিয়ার নানা ক্ষেত্রের তারকারা। তবে নিমন্ত্রণ ছাড়াই বিয়েতে গিয়ে আটক হয়েছিলেন দুই ব্যক্তি। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের

গত শুক্রবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই বিয়ের আসর। অনুষ্ঠানে প্রবেশ করার জন্য ছিল একাধিক গেট। সেখানেই নিরাপত্তা টপকে প্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন দুই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরাই প্রবেশদ্বারে ওই দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। মুম্বাই পুলিশ সূত্রে খবর, একজনের নাম লোকমান মুহম্মদ শফি শেখ (২৮)। আরেকজন ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি (২৬)। দুজন দুই আলাদা গেটে ধরা পড়েন। লোকমান মুহম্মদ পেশায় ব্যবসায়ী হলেও আরেকজন অন্ধ্রপ্রদেশের ইউটিউবার।

জেরার মুখে পুলিশকে জানিয়েছেন, আম্বানিদের তারকাখচিত বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে চেয়েছিলেন তিনি। আর ইউটিউবারের কথায়, ‘গোটা বিয়ের অনুষ্ঠানটাকে নিজের চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম।’ শুক্রবার রাতে কৌতূহলের বশেই এমন কাণ্ড ঘটান ওই দুই ব্যক্তি।

বিয়ের অনুষ্ঠানে ঢুকতে চেয়েছিলেন তাঁরা। তা–ও আবার বিনা নিমন্ত্রণে। আমন্ত্রিতদের প্রত্যেকের কাছেই প্রবেশ করার জন্য কার্ড ছিল। কিন্তু তাঁদের কাছে সে রকম কিছু ছিল না। নিরাপত্তারক্ষীরা নিষেধ করলেও ওই ইউটিউবার তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

আরও পড়ুন

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।