অন্তরঙ্গ দৃশ্যে ‘লাজুক’ মনোজ, চমকে গেলেন ভক্তরা

‘ডেসপাচ’–এ মনোজ বাজপেয়ী। আইএমডিবি

নিজের প্রথম সিনেমা ‘তিতলি’ দিয়ে চমকে দিয়েছিলেন কানু বেহেল। ২০১৪ সালে সেই সিনেমা মুক্তির ঠিক ১০ বছর পর হাজির হলেন তিনি। তাঁর নতুন সিনেমা ‘ডেসপাচ’ ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। সমালোচকদের কাছে প্রশংসিত হলেও এ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে মনোজ বাজপেয়ীকে দেখে চমকে গেছেন অনেক ভক্ত।

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তুমুল জনপ্রিয়তার পর ওটিটিতে অনেক কাজ করেছেন মনোজ বাজপেয়ী। কিন্তু তাঁকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি।

‘ডেসপাচ’–এর দৃশ্য। আইএমডিবি

সবাইকে চমকে দিয়ে ‘ডেসপাচ’-এ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অন্তর্জালে। এক্সে অনেকে লিখেছেন, মনোজ বাজপেয়ীর এ ধরনের দৃশ্যে অভিনয় করা ঠিক হয়নি।

ছবিটি মুক্তির আগে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী নিজেও স্বীকার করেন, এটা তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সিনেমা।

‘ডেসপাচ’–এর দৃশ্য। আইএমডিবি

তিনি বলেন, ‘আমি খুব লাজুক ধরনের মানুষ। আমার জন্য পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা খুবই চ্যালেঞ্জিং ছিল।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহানা গোস্বামী, অর্চিতা আগারওয়াল, ঋতুপর্ণা সেন। ছবিটি মুক্তির পর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে তাঁদেরও।

‘ডেসপাচ’–এর দৃশ্য। আইএমডিবি

শাহানা গোস্বামী এ প্রসঙ্গে ফিল্মিবিট ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গল্পের জন্য দৃশ্যটির প্রয়োজন ছিল। শুটিংয়ের আগে আমি, মনোজ, নির্মাতা, চিত্রগ্রাহকসহ টিমের সবাই মিলে আলোচনা করে সহায়ক পরিবেশ তৈরি করেছিলাম। আমাদের চেষ্টা ছিল, যতটা সততার সঙ্গে দৃশ্যটি ধারণ করা যায়।’

আরও পড়ুন

ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমা ‘ডেসপাচ’-এ এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। বেশ কয়েকটি বিদেশি উৎসবে প্রদর্শনের পর সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।