আলোচনায় যখন জোড়া দেবর-ভাবি
গত বুধবার রাতে মুম্বাইতে ছিল রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমাটির দুই পাত্র–পাত্রী ঈশান খাট্টার ও ম্রুণাল ঠাকুর তো বটেই এতে হাজির ছিলেন বলিউডের আরও অনেক তারকা। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় জোড়া ‘দেবর-ভাবি’ প্রসঙ্গ। কীভাবে?
পিংকভিলা অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
‘পিপ্পা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঈশান খাট্টার। সিনেমাটিতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন।
‘পিপ্পা’য় তাঁর অভিনয় দেখে মুগ্ধ মীরা রাজপুত। মীরা যে ঈশানের বড় ভাই শহীদ কাপুরের স্ত্রী, সে কথা তো এত দিনে অনেকেই জেনে গেছেন।
ছবিটি দেখে মীরা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিশেষ একটি বার্তাও শেয়ার করেছেন। বিশেষ প্রদর্শনীর একটি স্থিরচিত্র দিয়ে তিনি লিখেছেন, ‘“পিপ্পা” টিমের জন্য বিশেষ অভিনন্দন পাওনা। আবেগময় কী দুর্দান্ত সিনেমা...ঈশান, তোমার জন্য গর্বিত।’
এদিনের বিশেষ প্রিমিয়ারে হাজির হয়েছিলেন মীরা রাজপুত। ঈশানের সঙ্গে হাসিমুখে আলোকচিত্রীদের ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।
এ তো গেল এক দেবর-ভাবির কথা। বাকি রইলেন আরও দুজন—বিদ্যা বালান ও আদিত্য রায় কাপুর। সিনেমাটিতে তাঁরা অভিনয় করেননি, আমন্ত্রিত অতিথি হিসেবে।
তবে একসঙ্গে দেবর-ভাবিকে পেয়ে আলোকচিত্রীরাই বা ছাড়বেন কেন, তাঁদেরও ক্যামেরাবন্দী করেন একসঙ্গে। বিদ্যার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর ‘পিপ্পা’র অন্যতম প্রযোজকও বটে। আর আদিত্য হলেন সিদ্ধার্থের ছোট ভাই।
‘পিপ্পা’র বিশেষ প্রদর্শনীতে আরও ছিলেন সিনেমাটির অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকে। আগামীকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।