‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়ার নতুন ছবিগুলো দেখেছেন কি

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার হলেও ‘দৃশ্যম’ দিয়ে শ্রিয়া সরনের পরিচিতি ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় শ্রিয়া এবার নজর কাড়লেন শাড়িতে আবেদনময়ী রূপে হাজির হয়ে। গত শুক্রবারই মুক্তি পেয়েছে শ্রিয়ার নতুন ছবি ‘কবজা’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শ্রিয়া সম্পর্কে কিছু তথ্য।
১ / ৮
অভিনেত্রীর সময়টা দারুণ যাচ্ছে। গত বছর তাঁকে দেখা গেছে ব্যবসাসফল হিন্দি সিনেমা ‘দৃশ্যম ২’তে
ফেসবুক থেকে নেওয়া
২ / ৮
‘কবজা’ কন্নড় ছবি। ছবিতে শ্রিয়াকে দেখা গেছে দক্ষিণি তারকা উপেন্দ্রর সঙ্গে অভিনয় করতে।
ফেসবুক থেকে নেওয়া
৩ / ৮
২০২১ সালে মা হয়েছেন শ্রিয়া সরন। মাতৃত্বকালীন বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই দক্ষিণি নায়িকা
ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন
৪ / ৮
নিজের চলচ্চিত্র সফর নিয়ে তিনি খুশি। এই অভিনেত্রী বলেছেন, ‘আমি মনে করি, অভিনয়ে ভাগ্যের ভূমিকা আছে। এ ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও সুযোগ পেয়েছি। আমার সঙ্গে যা যা ভালো ঘটেছে, তার জন্য কৃতজ্ঞ। যা পাইনি, তা নিয়ে বেশি ভেবে লাভ নেই। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই চেষ্টা করতে পারি, আগে ছবি নির্বাচনে যে ভুল করেছিলাম, তা আর দ্বিতীয়বার যেন না করি’
ফেসবুক থেকে নেওয়া
৫ / ৮
মা হওয়ার পর নায়িকারা আবারও কাজের সুযোগ পাচ্ছেন। তাঁদের ছবির মূল নায়িকা হিসেবে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে শ্রিয়া বলেন, ‘মাঝে একটা সময় এসেছিল বিয়ে করে মা হওয়ার পর নায়িকারা নিজেরাই অভিনয়জগৎ থেকে বিদায় নিতেন। তাঁদের কথা মাথায় রেখে কাহিনি লেখা হতো না। কিন্তু এখন আর তা হয় না। এখন চল্লিশোর্ধ্ব অভিনেত্রীদের কথা ভেবে গল্প লেখা হচ্ছে। তাই সবাই কাজের সুযোগ পাচ্ছেন। অভিনেত্রী বিবাহিত কি না, এসব নিয়ে এখনকার দর্শক মাথা ঘামায় না’
ফেসবুক থেকে নেওয়া
৬ / ৮
গত বছর ‘দৃশ্যম টু’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে অজয় দেবগন, কাজলসহ সপরিবার হাজির ছিলেন সিনেমার পাত্রপাত্রীরা। বাদ যাননি ছবিটির দক্ষিণি অভিনেত্রী শ্রিয়া। অনুষ্ঠানটিতে স্বামী অ্যান্দ্রেই কোসচেভকে চুম্বন করতে দেখা যায় শ্রিয়াকে। এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হতে থাকেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হাস্যকর একটা ব্যাপার। আন্দ্রেই ভেবেছে, বিশেষ কোনো উপলক্ষে চুমু খাওয়া খুবই সাধারণ ঘটনা। এটি দারুণ একটি মুহূর্ত। সে বুঝতে পারছে না স্বাভাবিক একটি ব্যাপার নিয়ে মানুষ কেন ব্যঙ্গ-বিদ্রূপ করছে’
ফেসবুক থেকে নেওয়া
৭ / ৮
শ্রিয়া অবশ্য মার্চে শাড়ি পরা ছবিগুলোর জন্য ভক্তদের প্রশংসা পাচ্ছেন
ফেসবুক থেকে নেওয়া
৮ / ৮
তাঁর ছবিগুলো দেখে অনেক ভক্তই মন্তব্য করেছেন, তিনি দুই দশক ধরে যেভাবে ফিটনেস ধরে রেখে কাজ করছেন তা প্রশংসার দাবিদার
ফেসবুক থেকে নেওয়া