ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জিতলেন যাঁরা

রাজশ্রী দেশপাণ্ডে, সুবিন্দর ভিকি, কারিশমা তান্না ও বিজয় বর্মা। ইনস্টাগ্রাম থেকে

এখন ওটিটির দুনিয়া। বড় পর্দার পাশাপাশি ওটিটির জনপ্রিয়তা বাড়ছে। ডিজিটাল মাধ্যম ওটিটি আসার পর থেকেই যেন বিনোদন জগতের কনটেন্টে যেমন বৈচিত্র্য এসেছে, তেমনি বেরিয়ে এসেছেন নতুন নতুন তারকা। অভিনেতা-অভিনেত্রী তাদের পরফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিচ্ছেন দর্শকমনে।

বিজয় বর্মা ও আলিয়া ভাট। ইনস্টাগ্রাম থেকে

তাই তো এই মাধ্যমে কাজ করা শিল্পীদের আরও উৎসাহিত ও সম্মানিত করতে অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয় ভারতের জনপ্রিয় সাময়িকী ফিল্মফেয়ার। তারা পৃথকভাবে আয়োজন করে ওটিটি অ্যাওয়ার্ডস। গতকাল রোববার রাতে ফিল্মফেয়ার ওটিটির বর্ণাঢ্য আসরে দেখা মিলল বলিউডের প্রথম সারির একগুচ্ছ তারকার।

গতকালের আসরে পুরস্কারের পাশাপাশি দর্শকের আগ্রহে ছিল রেড কার্পেট। এদিন রেড কার্পেটে নজর কাড়লেন আলিয়া ভাট, সোনম কাপুররা। নীলরঙা কাঁধখোলা গাউনে দ্যুতি ছড়ালেন সোনম।

আরও পড়ুন

সঙ্গে পায়ে কালো হাইবুট হিলস এবং কালো গ্লাভস। পিছিয়ে থাকলেন না আলিয়া ভাটও। কালো রঙের পোশাকে দেখা মিলল তাঁকে। আলিয়ার এই লুক দেখে অনেকেই অবশ্য দীপিকার নকল বলে অভিযোগ করেছেন অনেকে। এ ছাড়া মনোজ বাজপেয়ী, মানুষী ছিল্লার, শ্রুতি হাসান, রাধিকা মদন, রাজকুমার রাও, দিয়া মির্জারা হাজির ছিলেন এদিনের পুরস্কারের আসরে।

পুরস্কারের দৌড়ে বাজিমাত করল মনোজ বাজপায়ীর ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’, সম্মানিত আলিয়া ভাটও । ‘ডার্লিংস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন আলিয়া । প্রসেনজিৎ অভিনীত ‘জুবিলি’ সিরিজের জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন বিক্রম আদিত্য মোটওয়ানি।

‘জুবিলি’ সিরিজের দৃশ্য। আইএমডিবি

অন্যদের পেছনে ফেলে সেরা সিরিজ হনসল মেহতার ‘স্কুপ’ । এই সিরিজেও বাঙালি ক্রাইম জার্নালিস্টের চরিত্রে নজর কেড়েছেন প্রসেনজিৎ। সিরিজের লিডিং লেডি কারিশমা তান্না সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন।

একনজরে বিজয়ীদের তালিকা
সেরা সিরিজ—স্কুপ
ট্রায়াল বাই ফায়ার (সমালোচকদের বিচারে)
সেরা পরিচালক—বিক্রম আদিত্য মোটওয়ানি, জুবিলি
রণদীপ ঝা, কোহরা (সমালোচক)

ওয়েব সিরিজ ‘কোহরা’র একটি দৃশ্য
আইএমডিবি

সেরা অভিনেতা (সিরিজ, ড্রামা)—সুবিন্দর ভিকি (কোহরা)
বিজয় বর্মা, দাহাড় (সমালোচকদের বিচারে)
সেরা অভিনেত্রী (সিরিজ, ড্রামা)—রাজশ্রী দেশপাণ্ডে, ট্রায়াল বাই ফায়ার
সমালোচকদের বিচারে—কারিশমা তান্না (স্কুপ), সোনাক্ষী সিনহা (দাহাড়)
সেরা সহ-অভিনেতা—বরুণ সোবতি (কোহরা)

কারিশমা তান্না। ইনস্টাগ্রাম থেকে

সেরা সহ-অভিনেত্রী—তিলোত্তমা সোম (দিল্লি ক্রাইম সিজন ২)
সেরা ছবি, ওয়েব অরিজিন্যাল—সিরফ এক বন্দা কাফি হ্যায়
সেরা পরিচালক, ওয়েব অরিজিন্যাল—অপূর্ব সিং কারকি (সিরফ এক বন্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা, ওয়েব অরিজিন্যাল—মনোজ বাজপেয়ী (সিরফ এক বন্দা কাফি হ্যায়)
সমালোচকদের বিচারে, রাজ কুমার রাও (মণিকা ও মাই ডার্লিং)
সেরা অভিনেত্রী, ওয়েব অরিজিন্যাল—আলিয়া ভাট (ডার্লিংস)
সমালোচকদের বিচারে, শর্মিলা ঠাকুর (গুলমহর) ও সানিয়া মালহোত্রা (কাঁঠাল)