২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার দেশে আসছে শাহরুখের ‘ডানকি’, কবে মুক্তি পাবে

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। সব ঠিক থাকলে কাল বৃহস্পতিবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ২১ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে।

একই দিনে ‘ডানকি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এই প্রতিষ্ঠানের পক্ষে অনন্য মামুন বলেন, ‘সরকারি নিয়ম মেনে আমরা ডানকি প্রদর্শনের উদ্যোগ নিয়েছি। চলচ্চিত্র আমদানি-রপ্তানি কমিটির কাছ থেকে এরই মধ্যে মুক্তির লিখিত অনুমতি পেয়েছি।’

‘ডানকি’র দৃশ্য
ছবি : আইএমডিবি

অনন্য মামুন জানান, ‘ডানকি’ প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন শুধু সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। বুধবার সেন্সরে জমা পড়বে। বৃহস্পতিবারের মধ্যে ছবিটি মুক্তির অনুমতিপত্র পেয়ে যাবেন, এমনটাই আশা করছেন তিনি। ‘ডানকি’ ছবির প্রযোজনায় আছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসী বা উদ্বাস্তুদের সমস্যা নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

‘ডানকি’র দৃশ্য
ছবি : আইএমডিবি

মাত্র ৮৫ কোটি রুপিতে তৈরি হয়েছে ‘ডানকি’। তবে এটি কেবল নির্মাণ খরচ; শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই।

জানা গেছে, ছবিটি থেকে পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা শাহরুখ কোনো পারিশ্রমিক নেবেন না, তাঁরা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ‘ডানকি’র বাজেট ১২০ কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে যথেষ্টই কম।