ডিপফেক ভিডিও-কাণ্ড: রাশমিকাকে নিয়ে প্রচারে নামছে ভারত সরকার

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ডিপফেক ভিডিও-কাণ্ডে তোলপাড় হয়েছিল বলিউড। ভুয়া ভিডিওর চক্করে পড়ে বিব্রত হয়েছিলেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সাইবার অপরাধ থামাতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত সরকার। যে উদ্যোগে আছেন রাশমিকাও। খবর হিন্দুস্তান টাইমসের

ভারত থেকে সাইবার অপরাধ দূর করতে জোর প্রচার শুরু করছে ভারত সরকার। এই প্রচারে সরকারের হয়ে থাকবেন রাশমিকাও।

রাশমিকা মান্দানা
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জানা গেছে, ‘পুষ্পা’, ‘অ্যানিমেল’ অভিনেত্রীকে সাইবার সিকিউরিটির শুভেচ্ছাদূত হিসেবে বেছে নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, এই প্রচারের মূল উদ্দেশ্য ডিপফেক ভিডিও, সাইবার বুলিং, অনলাইনে আর্থিক প্রতারণার মতো বিষয়গুলোতে সাধারণ মানুষকে সচেতন করা।

আরও পড়ুন

রাশমিকা মান্দানা এ সময়ে ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তাঁর ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি, এক্সে প্রায় ৫০ লাখ। অভিনেত্রীর এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে প্রচার চালাতে চায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাশমিকা এখন ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ নিয়ে। সুকুমার পরিচালিত আলোচিত এই দক্ষিণি ছবির সিকুয়েল আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। রাশমিকা ছাড়াও ছবিতে আছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল প্রমুখ।