২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাঁচ দিনে ৫০ কোটি আয় করা এই দক্ষিণি ছবিতে ছিল বাংলাদেশও

‘সরদার’ –এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

বড় উৎসবে বলিউড সিনেমাকে টেক্কা দিয়ে বক্স অফিস মাত করবে দক্ষিণ ভারতের সিনেমা—এটা যেন চলতি বছর একরকম নিয়মই হয়ে গেছে। ভারতের স্বাধীনতা দিবসের সময় ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’কে পাশ কাটিয়ে রমরমা ব্যবসা করে দক্ষিণি ছবি ‘কার্তিকিয়া ২’। ব্যতিক্রম হলো না দীপাবলিতেও। ‘রাম সেতু’, ‘থ্যাংক গড’কে ছাপিয়ে পাঁচ দিনেই ৫০ কোটি রুপি আয় করেছে তামিল ছবি ‘সরদার’।

‘সরদার’–এ কার্থি
ছবি : সংগৃহীত

‘সরদার’ অ্যাকশন-স্পাই ঘরানার ছবি। গল্প পুলিশ অফিসার বিজয়কে নিয়ে। বিজয়ের বাবা ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তা। কিন্তু দেশদ্রোহী আখ্যা পাওয়া বিজয়ের বাবা অনেক দিন ধরেই লাপাত্তা। এর মধ্যে ‘র’-এর এক গোপন নথি চুরি যায়। সেই ঘটনার তদন্তে নেমে বিজয় জানতে পারেন, তাঁর বাবা ৩২ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী। কিন্তু কেন? বিজয় জানার চেষ্টা করেন, সত্যিই কি তাঁর বাবা দেশদ্রোহী ছিলেন, নাকি ঘটনার পেছনে আছে অন্য কিছু? কীভাবেই বা তিনি বাংলাদেশের কারাগারে বন্দী হলেন?

‘সরদার’–এ রাশি খান্না
ছবি : সংগৃহীত

‘সরদার’-এর পরিচালক পি এস মিথরান। বরাবরই টানটান অ্যাকশন ছবি বানান তিনি। বানিয়েছেন এবারও। এই পরিচালকের বিশেষ গুণ সিনেমা বানানোর সময় তিনি গল্প যেভাবে এগিয়ে যাওয়া উচিত, সেভাবেই এগোতে দেন। আরোপিত কিছু করতে চান না। তেমনটা করেছেন এ ছবিতেও। সমালোচকদের মতে, গল্প সাদামাটা হলেও পরিচালনার গুণে উতরে গেছে ‘সরদার’।

আরও পড়ুন

হিন্দুস্তান টাইমস ছবিটি সম্পর্কে লিখেছে, তামিল সিনেমা তাদের শেকড় থেকে দূরে সরে যায় না। এ জন্যই কিছু দুর্বলতা থাকলেও ‘সরদার’ তামিল স্পাই-থ্রিলারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি।

৩২ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী নায়কের বাবা, পোশাকের পেছনে বাংলায় লেখা ‘বন্দী’
ছবি : সংগৃহীত

যেকোনো স্পাই–থ্রিলারের জন্য অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। এখানেও ব্যাপক প্রশংসা পেয়েছে ‘সরদার’। একই সঙ্গে সাধারণ দর্শক খুশি হবে আবার বিশ্বাসযোগ্যও হবে—এমনভাবেই অ্যাকশন দৃশ্যগুলোর পরিকল্পনা করেছেন পরিচালক।

আরও পড়ুন
‘সরদার’ –এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের সিনেমাগুলোতে বড় তারকা এখনো বড় ব্যাপার। ‘সরদার’ নিয়ে এত মাতামাতির অন্যতম কারণ কার্থি। কয়েক বছর ধরেই ‘কাইথি’, ‘সুলতান’, ‘পোন্নিইন সেলভান ১’-এর মতো ছবি করেছেন কার্থি। এবারও ‘সরদার’ দিয়ে বাজিমাত করেছেন তিনি। ‘সরদার’-এ পিতা ও পুত্র—দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। তরুণ ও বয়স্ক দুই চরিত্রেই তাঁর অভিনয়–অ্যাকশন প্রশংসা পাচ্ছে।

‘সরদার’ –এর একটি দৃশ্যে কার্থি
ছবি : সংগৃহীত

অনেক স্পাই-থ্রিলারে নায়িকাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। বলা হয়, কেবল নায়িকা রাখতে হবে বলেই রাখা হয়। কিন্তু ‘সরদার’-এর দুই অভিনেত্রী রাশি খান্না, লায়লা প্রশংসা পাচ্ছেন। এ ছাড়া প্রশংসিত হচ্ছেন চাঙ্কি পান্ডে। হিন্দি ছবির এই অভিনেতাও আছেন তামিল ছবিটিতে।

‘সরদার’ –এর একটি দৃশ্যে কার্থি
ছবি : সংগৃহীত

২১ অক্টোবর মুক্তির পর ৫০ কোটি ব্যবসার মাইলফলক স্পর্শ করেছে ‘সরদার’। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী রোববারের মধ্যে ১০০ কোটিও ছুঁয়ে ফেলবে ছবিটি। ‘সরদার’-এর সাফল্যে এর মধ্যেই ছবিটির সিকুয়েলের ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন