পাকিস্তানের নায়ক, ভারতের নায়িকা

বাণী কাপুর ও ফাওয়াদ খান। কোলাজ

অনেক দিন ধরেই ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ। ২০১৬ সাল থেকে বলিউডের ছবিতে দেখা যায় না পাকিস্তানি শিল্পীদের। পাকিস্তানেও ভারতীয় ছবি নিষিদ্ধ। সম্প্রতি ভারতের মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাঠ’-এর। তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তিতে সেটা হয়নি। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা!

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, রোমান্টিক কমেডি সিনেমা ‘আবির গুলাল’-এ দেখা যাবে বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে।

‘আবির গুলাল’-এ বাণী ও ফাওয়াদ। আইএমডিবি

আরতি এস বাগদি পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন ও এর আশপাশে।

‘সিনেমাটিতে দুজনের একটি জার্নি তুলে ধরা হয়েছে, যা না বুঝেই একজন আরেকজনকে সেরে উঠতে সাহায্য করে। এগিয়ে যায় অপ্রত্যাশিত এক পরিণীতর দিকে।’ সিনেমাটি নিয়ে ভ্যারাইটিকে বলেন নির্মাতা বাগদি।

আরও পড়ুন

ফাওয়াদ খান আগে ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো বলিউড ছবিতে দেখা গেছে। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাঠা’-এও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে বাণী কাপুর সাত বছরের ক্যারিয়ারে যত সিনেমা করেছেন বেশির ভাগই বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

বাণী কাপুর। এএনআই

তবে ২০২১ সালে মুক্তি পাওয়া অভিষেক কাপুরের সিনেমা ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমা ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্সের থ্রিলার সিনেমা ‘মানডালা মার্ডারস’-এও দেখা যাবে অভিনেত্রীকে।