বলিউড অভিনেত্রী এ দুই বোনকে চেনেন কি

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার হলেও অভিনয় দিয়ে সেভাবে আলো ছড়াতে পারেননি নেহা শর্মা। ইদানীং তাঁর কাজ নিয়ে কথা বলতে শুরু করেছেন দর্শক-সমালোচকেরা। অন্যদিকে নেহার বোন আয়েশা শর্মাও নাম লিখিয়েছেন অভিনয়ে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক দুই বোনের গল্প।
১ / ৭
নেহা শর্মার চলচ্চিত্রে যাত্রা শুরু ২০০৭ সালে, তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে। এরপর তাঁকে দেখা গেছে হিন্দি, তামিল, পাঞ্জাবি মালয়ালম সিনেমায়
ফেসবুক থেকে
২ / ৭
২০১০ সালে ‘ক্রুক’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক নেহার। এরপর করেছেন ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’, ‘তুম বিন ২’ ইত্যাদি সিনেমা
ফেসবুক থেকে
আরও পড়ুন
৩ / ৭
সর্বশেষ নেহা শর্মার অভিনীত ছবি ‘জগিরা সারা রা রা’ মুক্তি পেয়েছে গত ২৬ মে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে
ফেসবুক থেকে
৪ / ৭
অন্যদিকে নেহার ১১ বছর পর ২০১৮ সালে চলচ্চিত্রে অভিষেক তাঁর বোন আয়েশা শর্মার। ‘সত্যমেব জয়তে’ ছবিতে দেখা যায় তাঁকে
ফেসবুক থেকে
৫ / ৭
হিন্দি সিনেমা ছাড়াও ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে দেখা গেছে আয়েশাকে
ফেসবুক থেকে
৬ / ৭
নেহা ও আয়েশা দুই বোন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়
ফেসবুক থেকে
৭ / ৭
কিছুদিন আগে দুই বোন একসঙ্গে একটি ভারতীয় সাময়িকীর ফটোশুটে অংশ নেন। ফটোশুট নিয়ে সে সময় বেশ আলোচনা হয়েছিল
ফেসবুক থেকে