ফিরতে মরিয়া ছিলেন সুস্মিতা

সুস্মিতা সেনএএনআই

বয়স যখন মোটে ১৯, তখন মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তিনি। পরে নাম লেখান অভিনয়ে। তখন ইন্টারনেটের এত প্রসার ছিল না, ছিল না সামাজিক যোগাযোগমাধ্যম। তবে তাঁর সৌন্দর্যের কথা অজানা ছিল না। সিনেমাপ্রেমীরা জানতেন, সুস্মিতা সেন নামের একজন আছেন; যাঁর সৌন্দর্যে বুঁদ না হলেই নয়।

এরপর সময় গড়িয়েছে। মাঝে ‘সুস্মিতা-জাদু’ কিছুটা ফিকে হয়েছিল বটে, তবে আট বছরের বিরতির পর অভিনেত্রী ফিরেছেন প্রবল দাপটে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, অভিনয়ে ফিরতে কীভাবে তিনি নিজেই জায়গায় জায়গায় ধরনা দিয়েছেন।

অভিনেত্রী হিসেবে সুস্মিতা সেন অনেক গুরুত্বপূর্ণ সিনেমা করেছেন, এমন দাবি হয়তো তাঁর পাঁড় ভক্তও করবেন না। পর্দায় তাঁর গ্ল্যামারাস উপস্থিতিই সম্বল। কিন্তু চলতি শতকের প্রথম দশকের শেষের দিক থেকেই ‘সুস্মিতা-জাদু’ ফিকে হতে থাকে। সেই সুস্মিতাকে নিয়েই যখন পরিচালক রাম মাধবনি ২০২০ সালে ওয়েব সিরিজ ‘আরিয়া’ করেন, স্বভাবতই তেমন আলোচনা ছিল না। কিন্তু সিরিজটি মুক্তির পর রীতিমতো সাড়া পড়ে যায়।

আরও পড়ুন

আট বছর পর অভিনয়ে ফিরে প্রথম সিরিজেই তাক লাগিয়ে দেন সুস্মিতা। সাধারণ দর্শক, সমালোচক তো বটেই, সালমান খান, শাহরুখ খানের মতো তারকাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন। সাম্প্রতিক সাক্ষাৎকারে সুস্মিতা জানালেন, তাঁর এই প্রত্যাবর্তন সহজ ছিল না।

মিড-ডেকে সুস্মিতা বলেন, ‘আমি নিজেই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও ডিজনি প্লাস হটস্টারের প্রধানদের ফোন করি। তাঁদের বলি, আমি সুস্মিতা সেন, একজন অভিনেত্রী (অন্তত একসময় ছিলাম); কাজে ফিরতে চাই। এ জন্য আপনাদের সাহায্য দরকার। কারণ, আমি অনেক দিন কাজ করিনি।’

সুস্মিতা সেন
ছবি : ইনস্টাগ্রাম

সুস্মিতা জানান, এরপর তিন প্ল্যাটফর্মের সঙ্গেই তাঁর মিটিং হয়। তিনি নিজের চাহিদার কথা জানান। বলেন, তিনি বড় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে চান। নিজের উন্নতির জন্য দিনের পর দিন কর্মশালা করতেও আপত্তি নেই। নিজেই উদ্যোগী হয়ে প্ল্যাটফর্মের প্রধানদের কাছে ফোন করার কারণও জানান অভিনেত্রী, ‘তাঁদের বোঝাতে চেয়েছিলাম, আমি অভিনয়ে ফিরতে কতটা মরিয়া।’

তবে সুস্মিতা যে কাজ থেকে দূরে ছিলেন, সে দায় নিজের ওপরই দেন তিনি। তিনি বলেন, ‘অনেক কারণেই দীর্ঘদিন দূরে ছিলাম। একই ধরনের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, ভালো চিত্রনাট্যও পাচ্ছিলাম না। তা ছাড়া অভিনয়শিল্পী হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে আমার কাঙ্ক্ষিত উন্নতিও হয়নি, ব্যক্তিগত ব্যাপারও ছিল; তখন আমার দ্বিতীয় সন্তান খুব ছোট—সব মিলিয়েই ওই বিরতি নিয়েছিলাম।’

সুস্মিতা সেন
ছবি : ইনস্টাগ্রাম

বিরতি ভেঙে ফেরার পর সুস্মিতাকে দেখা গেছে নানা বৈচিত্র্যপূর্ণ কাজ করতে। ‘আরিয়া’র তিন কিস্তি ছাড়াও চলতি বছর তাঁকে দেখা গেছে ‘তালি’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন এক ট্রান্সজেন্ডার কর্মীর চরিত্রে।