স্বজনপ্রীতি কাজে আসেনি
বলিউডের দাপুটে অভিনেতা কবির বেদি তাঁর নানা, মা অভিনেত্রী পূজা বেদি। তারপরও ভাগ্যদেবী আলায়া এফের প্রতি খুব একটা সদয় নন। একটু একটু করে বিটাউনে জায়গা করে নিচ্ছেন আলায়া। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারের শুরুতেই উঠে এল বলিউডে বহুল চর্চিত স্বজনপোষণের কথা। একটু হেসে আলায়া বলেন, ‘আমার নানা বা মা, কেউই প্রযোজককে ফোন করে কখনো আমাকে নেওয়ার কথা বলেননি। তবে এ কথা অবশ্যই স্বীকার করব—ফিল্মি পরিবারের মেয়ে হওয়ার সুবাদে পরিচালক বা প্রযোজকদের সঙ্গে সহজে দেখা করার সুযোগ পেতাম। অডিশন দিতাম কিন্তু ডাক পেতাম না। তাই স্বজনপোষণ এখানে মোটেও কাজে আসেনি।’
এই তরুণ অভিনেত্রী আরও বলেন, ‘বারবার ছবি থেকে বাদ পড়াতে ক্রমে আমার নিজের ওপর আস্থা হারিয়ে যাচ্ছিল। সবাই আমার অভিনয়ের প্রশংসা করতেন, কিন্তু কেউ সুযোগ দিতেন না। মনে হতো, আমি অভিনেত্রী হওয়ার যোগ্য নই। অনুরাগ (কশ্যপ) স্যারের ছবিতে সুযোগ পাওয়ার পর নিজের ওপর ভরসা জন্মায়। মনে হয়েছিল যে আমার মধ্যে নিশ্চয় কিছু আছে, তাই স্যার আমাকে সুযোগ দিয়েছেন। এর পর থেকে প্রত্যাখ্যানকে হাসিমুখে মেনে নিতে শিখেছি। আগে কারোর তোয়াক্কা করতাম না। আমাকে বাদ দেওয়া মানে তাঁদেরই (প্রযোজকদের) ক্ষতি বলে আমার মনে হয়েছে (সশব্দ হেসে)।’
আলায়াকে সম্প্রতি দেখা গেছে অনুরাগ কশ্যপের ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’ ছবিতে।
সবাই আমার অভিনয়ের প্রশংসা করতেন, কিন্তু কেউ সুযোগ দিতেন না। মনে হতো, আমি অভিনেত্রী হওয়ার যোগ্য নই। অনুরাগ (কশ্যপ) স্যারের ছবিতে সুযোগ পাওয়ার পর নিজের ওপর ভরসা জন্মায়। মনে হয়েছিল যে আমার মধ্যে নিশ্চয় কিছু আছে, তাই স্যার আমাকে সুযোগ দিয়েছেন।
এ ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন তিনি। অনুরাগের মতো পরিচালকের সঙ্গে কাজ করে বেজায় খুশি আলায়া, ‘স্যারের সঙ্গে কাজ করা এক অনন্য অভিজ্ঞতা। কোনো রকম প্রস্তুতি ছাড়াই সেটে গিয়েছিলাম। তিনি শুধু তাঁর প্রতি আস্থা রাখতে বলেছিলেন। এমনকি সেটেই আমি নিজের সংলাপ হাতে পেয়েছিলাম। প্রস্তুতি ছাড়া ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলাম। দুটো টেকের বেশি সুযোগ পাইনি। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠেছিল।’
জীবনে চলার পথে নানা ও মায়ের কিছু মূল্যবোধ আঁকড়ে ধরে আছেন আলায়া। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘মা ও নানা সব সময় কাজের প্রতি সৎ থাকতে বলেছেন; যেন মনপ্রাণ দিয়ে কাজ করি। যেন কাউকে নিরাশ না করি। তবে আমার কাজে পুরোপুরি পেশাদারত্ব যেন বজায় থাকে। এগুলোকে মূলমন্ত্র করে এগিয়ে চলেছি।’
গত শুক্রবার মুক্তির পর ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’-এ অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আলায়া। তবে আলায়া জানান, কখনোই তিনি অভিনেত্রী হতে চাননি। কিন্তু হঠাৎই অভিনেত্রী হওয়ার ভূত মাথায় চেপে বসে। তারপর ঘষেমেজে নিজেকে প্রস্তুত করেন। আলায়া বলেন, ‘মা–ও চাননি আমি অভিনেত্রী হই। অনেক কাঠখড় পুড়িয়ে মা-বাবাকে রাজি করাই। আমার পরিশ্রম দেখে তাঁরা অবাক হয়েছিলেন। শেষ পর্যন্ত আমার জেদের কাছে তাঁদের হার মানতে হয়।’