‘নায়িকার যখন সমস্যা নেই, আপনাদের কেন সমস্যা হচ্ছে’
গত রোববার মুক্তি পেল সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’-এর ট্রেলার। এ আর মুরুগাদস পরিচালিত এ ছবিতে জুটি বেঁধে আসছেন সালমান ও রাশমিকা মান্দানা। ছবির ট্রেলারে ধরা পড়েছে তাঁদের দারুণ রসায়ন। অনুষ্ঠানে পর্দার এই রসায়নের কিছু ঝলকও দেখা গেল। ভাইজানের কণ্ঠে ছিল রাশমিকার প্রশংসা।
ট্রেলারের শুরুতে দেখা গেল, সালমান দুর্দান্ত অ্যাকশনে ঘায়েল করেছেন শত্রুদের। এতে নানা পরিচয় সিকান্দারের। বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা তিনি; গরিবের রবিনহুড। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেল রাশমিকা মান্দানাকে। কেউ তাঁকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছান সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের সিকান্দার–এর ঝলক বলিউডের অন্যতম দীর্ঘ ট্রেলার। মুক্তির প্রথম ২০ ঘণ্টায় শুধু ইউটিউবে এটি ৪ কোটি ভিউ পেরিয়ে গেছে! প্রতিক্রিয়া এসেছে সাড়ে ৭ লাখ।
তবে ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার জুটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নেট জনতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা কটাক্ষ করেছেন। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সালমান এসব প্রশ্নের জবাব দিয়েছেন স্বভাবসুলভ রসিকতায়।
রাশমিকার সঙ্গে ৩১ বছরের ব্যবধানের প্রসঙ্গে সালমান বলেছেন, ‘নায়িকার যখন সমস্যা নেই, তখন আপনাদের কেন সমস্যা হচ্ছে। ওর বিয়ে হবে, বাচ্চা হবে, তখন তার সঙ্গেও কাজ করব (রাশমিকার দিকে তাকিয়ে বলেন)। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’ সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লুকাতে দেখা যায় রাশমিকাকে।
এদিনের আসরে এই বলিউড তারকা রাশমিকার কাজের প্রশংসা করেন। সালমান জানান, ‘পুষ্পা ২’ আর সিকান্দার-এর মতো বড় দুই প্রকল্পের কাজ একসঙ্গে করেছিলেন রাশমিকা। সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘পুষ্পা ২’-এর শুটিং করতেন।
রাত নয়টার সময় ‘সিকান্দার’-এর সেটে আসতেন। ‘রাশমিকা সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের সঙ্গে শুটিং করত। আবার “সকালে পুষ্পা ২” ছবির সেটে ফিরে যেত। মাঝে ওর পায়ে চোট লেগেছিল। পায়ে চোট লাগার পরও শুটিং চালিয়ে যায় মেয়েটা। এক দিনও শুটিং বন্ধ রাখেনি। রাশমিকাকে দেখে আমার নিজের তারুণ্যের কথা মনে পড়ে গিয়েছিল। আমিও এমনই পরিশ্রমী ছিলাম,’ বলেন সালমান।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সালমান আর রাশমিকা ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক এ আর মুরুগাদস, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, অভিনেত্রী কাজল আগারওয়াল, সত্যরাজ, শারমান যোশিসহ আরও অনেকে। এসেছিলেন সালমান খানের বাবা প্রযোজক, গল্পকার সেলিম খানও। ঈদ উপলক্ষে ৩০ মার্চ মুক্তি পাবে ‘সিকান্দার’।