হৃতিক ফিরছেন, সঙ্গে নিয়ে নতুন পরিচয়

‘কৃষ’ সিরিজের সিনেমায় হৃতিক রোশন। আইএমডিবি

এই আসছে, শিগগিরই ঘোষণা হবে—হৃতিক রোশন অভিনীত ‘কৃষ ৪’ নিয়ে গত কয়েক বছরে এমন অনেক কথা শোনা গেছে, কিন্তু সিনেমার কাজ আর শুরু হয়নি। এবার সিনেমাটি নিয়ে নতুন জটিলতার খবর প্রকাশ্যে আসে কিছুদিন আগে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিনিয়োগ জটিলতায় সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত। ‘কৃষ ৪’ করতে ৭০০ কোটি রুপি লাগবে, এত টাকা লগ্নি করতে রাজি নয় কোনো প্রযোজনা সংস্থা। নতুন খবর, সব অনিশ্চয়তা কাটিয়ে ‘কৃষ ৪’ আসছে।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।
‘কৃষ ৪’ আসছে, এটা হৃতিক–ভক্তদের জন্য বড় সুখবর তো বটেই, তবে এর চেয়েও বড় খবর, সিনেমাটিতে অভিনেতার পাশাপাশি নির্মাতার ভূমিকাতেও পাওয়া যাবে তাঁকে! ‘কৃষ ৪’ দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে হৃতিকের।

‘কৃষ’ বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। ২০০৩ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কোই...মিল গ্যায়া’, ২০০৬ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘কৃষ’। ২০১৩ সালে মুক্তি পায় সবশেষটি ‘কৃষ ৩’। সে সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন কঙ্গনা রনৌত। এরপর এক যুগ পার হয়েছে, কিন্তু এই ‘কৃষ ৪’ আর নির্মিত হয়নি।

‘কৃষ’ সিরিজের সিনেমায় হৃতিক রোশন। আইএমডিবি

‘আমি এবার “কৃষ ৪” নির্মাণের দায়িত্ব আমার সন্তান হৃতিক রোশনের হাতে তুলে দিয়েছি। সে এমন একজন যে সব সময়ই এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিতে উৎসাহ জুগিয়েছে। নতুন সময়ের দর্শকদের জন্য সে কীভাবে এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নেবে, সে বিষয় তাঁর স্পষ্ট ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা,’ ভ্যারাইটিকে বলেন রাকেশ রোশন।

যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃষ ৪’ আরও বড় পরিসরে নিয়ে আসার পরিকল্পনা রাকেশের। তিনি আরও বলেন, ‘হৃতিক আর আদি (আদিত্য চোপড়া) নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, এটা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়। এমন কিছু এবার হবে, যা আগে বলিউডে হয়নি। আশা করি, সিনেমাটি দর্শকদের দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে।’

আরও পড়ুন

২০২৬ সালের শুরুতে ‘কৃষ ৪’-এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।