২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শাহরুখ খানের ‘পাঠান’ এর সঙ্গে বক্স অফিসে লড়বে যে সিনেমা

ঝড় তুলেছে ‘পাঠান’–এর ট্রেলার

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। সিনেমাটি ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি প্রথম সপ্তাহেই দুই থেকে তিন শ কোটি আয় করে ফেলবে ‘পাঠান’। প্রায় একই সময় মুক্তি পাবে আরও একটি ছবি। ২৬ তারিখ বড় পর্দায় দেখা যাবে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। পাঠানের ডামাডোলে এই সিনেমার অবস্থা একেবারে কোণঠাসা। অনেকে জানেনও না একদিন পর মুক্তি পাবে এই ছবি।

‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমার দৃশ্য

নেটিজেনদের অনেকেই বলছেন, পাঠান ঝড়ে উড়ে যাবে সিনেমাটি। গেল বছর ছিল বলিউডের মন্দার বছর। এই সময় কম বাজেটের ভালো গল্পের ছবিগুলোই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পেরেছে। ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ ও এমন একটি ছবি। তাই অনেকের ধারণা এর বিপরীতও হতে পারে।  যে যা–ই বলুক, এই ছবি দিয়ে আত্মবিশ্বাসী নয় বছর পর পরিচালনায় ফেরা পরিচালক রাজকুমার সন্তোষ ।

আরও পড়ুন

‘পাঠান’ মুক্তির সময় ‘গান্ধী গেছে: এক যুদ্ধ’ মুক্তি দেওয়া পরিচালকের একটি সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন নিজেদের একাংশ। এ সময় ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রাজকুমার সন্তোষ জানান, এটি ভিন্ন ঘরানার একটি ছবি। আর এই ছবির দর্শকও আলাদা। এটিতে নেই কোনো রোমান্টিকতা। বক্স অফিসে ঐতিহাসিক ড্রামা ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ আর অ্যাকশন সিনেমা ‘পাঠান’র মধ্যে কোনো সংঘর্ষ হবে না। এই ছবির দর্শকদের মধ্যে ‘পাঠান’ সিনেমার কোনো প্রভাব পড়বে না।

‘পাঠান’–এ শাহরুখ
ছবি : সংগৃহীত

মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। এই নাথুরাম গডসের সঙ্গে গান্ধীর ‘মতাদর্শের’ যে লড়াই তা নিয়ে নির্মিত হয়েছে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। গান্ধী চরিত্রটিতে অভিনয় করেছেন দীপন আন্তানি, আর গডসে চরিত্রে চিন্ময় মণ্ডেলেকর। সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

আরও পড়ুন