মানিয়ে নেওয়ার চাপে ছিলেন ভূমি

ভূমি পেড়নেকরইনস্টাগ্রাম

বর্তমানে বিনোদন–দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। কিন্তু একসময় এই দুনিয়ার সঙ্গে তাল মেলাতে রীতিমতো চাপে থাকতেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি এ নিয়ে নানা কথা খোলাসা করেছেন।

আরও পড়ুন

শুধু অভিনেত্রী হিসেবে নন, ফ্যাশনের কারণেও ভূমি আজকাল বারবার চর্চায় উঠে আসেন। নিজেকে গ্ল্যামার–দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য একসময় সংগ্রাম করতে হয়েছে তাঁকে।

ভূমি পেড়নেকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভূমি এ প্রসঙ্গে বলেন, ‘আমার জন্য ফ্যাশন শুধু ভালো দেখতে লাগা বা ট্রেন্ড অনুসরণ করা নয়। আমার মতে, ফ্যাশন এমন হওয়া প্রয়োজন, যাতে  আমার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আজকের সময়ে দাঁড়িয়ে ফ্যাশন আমার কাছে এমন এক মাধ্যম, যার সাহায্যে আমরা নিজেদের চিন্তাভাবনা আর মানসিক অবস্থাকে তুলে ধরতে পারি।’

ভূমি আরও বলেন, ‘বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করি, আমার মধ্যে আত্মবিশ্বাস কমে আসছে। একসময় এই গ্ল্যামার–দুনিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চাপ ছিল আমার ওপর।

ভূমি পেড়নেকর। ইনস্টাগ্রাম থেকে

এর ফলে আমার আত্মবিশ্বাস আরও কমে আসছিল। ধীরে ধীরে আমি নিজের মতো করে ফ্যাশনকে উপলব্ধি করি। নিজের মন যা চায়, তা-ই করতে শুরু করি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য আর ফ্যাশনের বিষয়ে আমার জ্ঞান আরও সমৃদ্ধ হতে থাকে। এই দুইয়ের সঙ্গে আমার সম্পর্ক আরও গভীর হয়ে যায়।’

বলিউড থেকে একাধিক অভিনয়শিল্পী হলিউডের দিকে পা বাড়িয়েছেন। ভূমিও হলিউডে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে বলেন, ‘হলিউডের আকাশ এখন এশীয় অভিনেত্রীরাও ছুঁয়ে ফেলেছেন।

ভূমি পেড়নেকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কিছু বছর আগে বলিউড অভিনেতাদের জন্য এটা প্রায় অসম্ভব ছিল। এখন সেই সব অভিনেতাদের জন্য দারুণ এক সময়, যারা একসময় সাদা চামড়ার নন বলে নিজেদের হলিউড থেকে দূরে রেখেছিলেন। এখন সময় আর মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক বদল এসেছে। এখন মানুষ ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর কলাকে গ্রহণ করতে শিখেছেন।’

ভূমি নিজের প্রসঙ্গে আরও বলেন, ‘আমি যখন ভালো কাজের মাধ্যমে নিজের দেশকে প্রতিনিধিত্ব করি, তখন গর্ব বোধ করি। আগামী দিনেও আমি এভাবে আমার দেশকে গর্বিত করার চেষ্টা করব। ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কাজের অংশ হব।’