বন্ধু দিবসে তিন বন্ধুর এভারেস্ট অভিযানের ছবি প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন
ছবি: সংগৃহীত

গতকাল ছিল বিশ্ব বন্ধু দিবস। বিশেষ এই দিনে তিন বন্ধুর গল্প ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অমিতাভ বচ্চন। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ব্যাকপ্যাক কাঁধে অমিতাভ পাহাড়ে উঠছেন। বরফঘেরা চারপাশ। অমিতাভের সঙ্গে থাকা বাকি দুজন অনুপম খের ও বোমান ইরানি। বন্ধুত্বের এই গল্প পর্দার। তাঁদের দেখা গেছে ‘উচাই’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারে। বন্ধু দিবস উপলক্ষে সিনেমাটির পোস্টার উন্মুক্ত করা হয়েছে।

‘উচাই’ সিনেমার ফার্স্ট লুক
ছবি: সংগৃহীত

‘উচাই’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে আগেই। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘বন্ধুত্ব দিবস উদ্‌যাপন করুন আমাদের “উচাই” সিনেমার ফার্স্ট লুক পোস্টার দিয়ে। এটা আমাদের বন্ধুত্বের গল্প। সিনেমাটির এই পোস্টার আমার সঙ্গে রয়েছেন অনুপম খের, বোমান ইরানি। আমাদের এই যাত্রাটা বন্ধুত্বের। বন্ধু দিবস, বন্ধুদের নিয়ে উদ্‌যাপন করুন।’

‘উচাই’ সিনেমার দৃশ্যে
ছবি: সংগৃহীত

তিন বন্ধুর এই গল্প অমিত, জাভেদ ও ওমের রোড ট্রিপকে ঘিরে। দিল্লি থেকে কাঠমান্ডু রওনা হন তাঁরা। পরে সিদ্ধান্ত নেন ট্রেকিং করে এভারেস্টের চূড়ায় উঠবেন। বয়োজ্যেষ্ঠ তিন ব্যক্তির পর্বত আরোহণকে কেন্দ্র করে উঠে আসে নানা ঘটনা। সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন বোমান ইরানিও। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের ভালোবাসার শ্রমটাই উপস্থাপনা করছি। “উচাই”য়ে আমাদের যাত্রা ছিল অমিতাভ বচ্চন স্যার, অনুপম খেরের সঙ্গে। কাজটি করতে গিয়ে বুঝতে পেরেছি আমাদের সবার অভিন্ন হৃদয় ছিল। আমি গর্বিত যে আজ বন্ধু দিবসে সিনেমাটির পোস্টার মুক্তি পেয়েছে। ১১ নভেম্বর দিনটির জন্য অপেক্ষা করতে পারছি না।’

‘উচাই’ সিনেমা দৃশ্যে
ছবি: সংগৃহীত

সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা সুরজ বরজাতিয়া। ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার পর সাত বছর বিরতি দিয়ে ‘উচাই’ নিয়ে ফিরছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ পরিচালক। অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন পরিণীতি চোপড়া, নিনা গুপ্ত, নাফিসা আলি প্রমুখ। আগামী ১১ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।