বিকিনিতে ঝড় তুলেছিলেন যে গানে, সেই নিয়ে আবার আলোচনায় শর্মিলা

‘অ্যান ইভিনিং ইন প্যারিস’-এর দৃশ্য। আইএমডিবি

ভারতের গোয়ার পানজিমে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)। চলতি বছর ইফিতে শ্রদ্ধা জানানো হচ্ছে কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফিকে। তাঁকে সম্মান জানাতে একটি প্যানেল আলোচনার অংশ হিসেবে অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর গায়ক সোনু নিগমকে এক মঞ্চে পাওয়া গেল। আর সেখানে রফি স্মরণের পাশাপাশি একসঙ্গে গলাও মেলালেন দুজন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর হিন্দুস্তান টাইমসের।

অল ইন্ডিয়া রেডিও অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিওতে ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’-এর জনপ্রিয় গান ‘আসমান সে আয়া ফারিশতা’ গাইতে দেখা যায়।

‘অ্যান ইভিনিং ইন প্যারিস’-এর পোস্টার। আইএমডিবি

মোহাম্মদ রফির এই গানেই ফুটে উঠেছিল শাম্মি কাপুর ও শর্মিলা ঠাকুরের রোমান্স। বিকিনিতে শর্মিলাকে দেখে ঝড় উঠেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত।

সোনু যখন গানটি গাইছেন, তখন পাশে বসা তাঁর সহকর্মী গায়ক অনুরাধা পাড়োয়াল তাঁকে ইশারা করেন শর্মিলা ঠাকুরকেও এই গানে যোগ দেওয়ার জন্য ডাক দিতে। গান গাইতে গাইতে সোনু হেঁটে মঞ্চে বসা শর্মিলার কাছে যান।

শর্মিলা ঠাকুর
ছবি: তানভীর আহাম্মেদ

‘কহো পেয়ার হ্যায় তুমসে?’ এই লাইন গেয়ে শর্মিলার দিকে ঘুরিয়ে দেন সোনু, তখন ‘যা, যা’ গেয়ে ওঠেন অভিনেত্রী।

দর্শকেরা সোনুর সুরেলা কণ্ঠের প্রশংসা করেন। তাঁদের সহকর্মী প্যানেলিস্ট অনুরাধা পাড়োয়াল ও নির্মাতা সুভাষ ঘাইও হাততালি দিয়ে অভিবাদন জানান।

আরও পড়ুন

চলতি বছর মোহাম্মদ রফির জন্ম শতবার্ষিকী। ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই গায়ক। ১৯৮০ সালে মাত্র ৫৫ বছর বয়সে মারা যান তিনি।