রেখা ও তাঁর প্রেমিকেরা

আজ বলিউডের তারকা ‘সিলসিলা’, ‘উমরাও জান’ অভিনেত্রী রেখার জন্মদিন। উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু, সহশিল্পীরা। বলিউডে তাঁর অভিনয় ও সিনেমা যেমন ছিল আলোচনায়, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্র্যে ভরা। বিশেষ করে তাঁর প্রেম নিয়ে বলিউডে এখনো আলোচনা চলে।

১ / ১৪
অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম এখনো বিস্ময়কর। ১৯৭৬ সালে ‘দো আনজানে’ সিনেমায় জুটি হওয়ার পরে বাস্তব জীবনেও তাঁরা জড়িয়ে পড়েন। আর বলিউডে এই প্রেম হয়ে উঠল আলোচিত। যদিও ১৯৭৩ সালে অমিতাভ ও জয়া বচ্চন বিয়ে করে আগেই সংসার পেতেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১৪
একটি পুরোনো সিনেমার দৃশ্যে অমিতাভ ও রেখা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
রেখা নাকি আসলে বেশি পছন্দ করতেন জিতেন্দ্রকে। কিন্তু জিতেন্দ্র ছিলেন বিবাহিত। শোভা কাপুর ছিলেন তাঁর স্ত্রী। পরে রেখার বিরুদ্ধে অভিযোগ ওঠে ঘর ভাঙা নায়িকা হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১৪
বলা হয়ে থাকে কিরণ কুমারের সঙ্গেও প্রেম হয়েছিল রেখার। কিন্তু এটা বেশি দিন টেকেনি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১৪
বিনোদ মেহরার সঙ্গে নাকি গোপনে বিয়েও হয়েছিল। যদিও রেখা তা অস্বীকার করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ১৪
অমিতাভের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে রেখার বিয়ে হয় দিল্লিভিত্তিক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে। ১৯৯০ সালের ২ অক্টোবর আত্মহত্যা করেন মুকেশ। অভিযোগ আছে, রেখার কারণে আত্মহত্যা করেছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১৪
রেখার আসল নামটা ছিল ভানুরেখা গনেশান
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১৪
ভোগ ম্যগাজিনের আরব সংস্করণে প্রচ্ছদ হয়েছেন রেখা
ছবি: ভোগ আরবের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৯ / ১৪
১৯৮২ সালে ‘উমরাও জান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জেতেন রেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১০ / ১৪
সিলসিলা ছবিতে অমিতাভ ও রেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১১ / ১৪
বিনোদ মেহরার বিপরীতে ‘ঘর’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের কথাও বলিউডের ছবির দর্শক চিরকাল আবেগভরে স্মরণ করবে
ছবি: ইউটিউব থেকে নেওয়া
১২ / ১৪
অভিনেত্রী রেখা বিকশিত হয়েছেন, মেলে ধরেছেন ‘সিলসিলা’, ‘উমরাও জান’, ‘খুন ভরি মাঙ্গ’, ‘ইজাজত’, ‘আস্থা’ ছবিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৩ / ১৪
রেখা প্রাকৃতিক সৌন্দর্যে পুরোপুরি বিশ্বাসী
ছবি: রেখা দ্য অ্যাকট্রেস ইনস্টাগ্রাম হ্যান্ডল
১৪ / ১৪
বলিউডের প্রায় ১৮০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রেখা
ছবি: ইনস্টাগ্রাম