‘লেডি বচ্চন’ অভিনেত্রীর অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা নিয়েই আফসোস

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তিনি। আশির দশক থেকে রোমান্টিক, থ্রিলার, পারিবারিক ড্রামাসহ সব ধরনের সিনেমায় দেখা গেছে তাঁকে। সফল সিনেমার এই অভিনেত্রীকে তামিল চলচ্চিত্র অঙ্গনে বলা হতো  ‘লেডি অমিতাভ বচ্চন’। আজ তাঁর জন্মদিন। তিনি ১৯৬৬ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে জেনে নিতে পারেন তথ্যগুলো—
১ / ৬
তিনি ১৯৮০ সালে তামিল সিনেমায় নাম লেখান। পরের বছরই তিনি ‘নেত্রিক্কান’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। পরবর্তী তিন বছরে ১৫টির মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এতে চলচ্চিত্র অঙ্গনে তাঁর জায়গা শক্ত হয়।
ছবি: আইএমডিবি
২ / ৬
এই অভিনেত্রীর নাম বিজয়শান্তি। তাঁকে সবচেয়ে বেশি দেখা গেছে নারীকেন্দ্রিক সিনেমার প্রধান চরিত্রে। তাঁর নামেই দর্শকেরা সিনেমা দেখতেন।
ছবি: আইএমডিবি
৩ / ৬
তামিলে জনপ্রিয়তার কারণে একসময় তাঁর ডাক পড়ে বলিউডে। তিনি প্রথম বলিউডে ‘ঈশ্বর’ সিনেমায় অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন। এখনো তিনি সিনেমার চরিত্রের প্রশংসা করেন।
ছবি: আইএমডিবি
৪ / ৬
১৯৯৪ সালে ‘তেজাসভিনি’ সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে তাঁকে একের পর এক পুলিশের প্রতিবাদী গল্পের নায়ক হিসেবে দেখা গেছে। এসব সিনেমায় তিনি নিজেই মারধরের দৃশ্যে অংশ নিতেন। নব্বইয়ের দশকে ব্যবসাসফল মারধরের দৃশ্যের সিনেমা এবং নারীকেন্দ্রিক প্রধান চরিত্রে অভিনয়ের কারণে তাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করা হতো।
ছবি: আইএমডিবি
৫ / ৬
চারপাশের মানুষের কাছে ‘লেডি অমিতাভ’ শোনার পরে একবার সুযোগ হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার। কিন্তু ‘জামানত’ নামের সেই সিনেমা মুক্তি পায়নি। এই অভিনেত্রী এক সাক্ষাৎকার বলেছেন, ‘কেন সিনেমাটি মুক্তি পায়নি, এটা আমার কাছে অজানা। এটা আমার জন্য আফসোসের।’
ছবি: আইএমডিবি
৬ / ৬
বর্তমানে তিনি রাজনীতিতে ব্যস্ত।
ছবি: ফেসবুক