‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’

মুম্বাইয়ের আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান হাশমি। এএফপি

বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি

সাধারণ মানুষ এই গল্পের কথা জানেন না বলে রীতিমতো অবাক ইমরান। হতাশার সুরে বললেন, ‘আমাকে অবাক করে, মিডিয়ায় এই অপারেশনের কোনো উল্লেখ নেই। আমি সত্যিই ভাগ্যবান, এমন এক গল্পকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি। এ ছবির মাধ্যমে এক অসাধারণ অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক। শুধু এর অ্যাকশন, থ্রিলার, ড্রামার জন্য নয়। ছবিজুড়ে আছে আবেগ, মানবিক দিক ও বিএসএফের (সীমান্তরক্ষী বাহিনী) কর্মকর্তাদের আত্মত্যাগের কাহিনি।’

প্রথমবার মিলিটারি কর্মকর্তার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বলিউড তারকা। তিনি জানান, ‘সেনার চরিত্রে অভিনয়ের বাসনা প্রত্যেক অভিনেতার ইচ্ছার তালিকায় থাকে। আমার ইচ্ছার তালিকায়ও ছিল।’

ইমরান হাশমি। এএফপি

‘গ্রাউন্ড জিরো’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রাথমিক বিষয় ছিল একজন সেনার শারীরিক ভাষা। তবে আমি শ্রীনগরের বিএসএফ জওয়ানদের কৃতিত্ব দিতে চাই। আমরা সেখানে পাঁচ দিনের ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। ওনারা আমাদের শিখিয়েছিলেন কীভাবে স্যালুট করতে হয়, প্রটোকল মেনে চলতে হয়, রাইফেল কীভাবে রিলোড করতে হয় আর কীভাবে বন্দুক চালাতে হয়। শুধু আমাকে নয়, সব অভিনেতাকে এই ট্রেনিং পর্ব খুব সাহায্য করেছিল।’

তিন বছর আগে শোনা গিয়েছিল যে গ্রাউন্ড জিরো ছবির শুটিংয়ের সময় ইমরান আহত হয়েছিলেন। কাশ্মীরের স্থানীয় মানুষজন তাঁকে লক্ষ্য করে পাথর ছুড়েছিলেন বলে গুঞ্জন ছিল। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি বলেন, ‘মোটেও তেমন কিছু হয়নি; বরং এই ছবির শুটিং চলাকালে আমরা স্থানীয় মানুষের সহযোগিতা পেয়েছিলাম। শুটিংয়ের সময় কোনো রকম ঝামেলার মুখোমুখি হইনি আমরা। আমি প্রথমবার শ্রীনগরে গিয়েছিলাম। জায়গাটা আমার দারুণ লেগেছিল। ওখানে আমরা ৩০-৩৫ দিন শুটিং করেছিলাম।’

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান হাশমি ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক তেজসপ্রভা, প্রযোজক রিতেশ সিধওয়ানি, দুই অভিনেত্রী সাই তমহানকর, জোয়া হুসেইন এবং কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবে। ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ২৫ এপ্রিল। ছবিটি প্রযোজনা করেছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট

আরও পড়ুন