ছিলেন হোটেলের ওয়েটার, ‘থ্রি ইডিয়টস’-এর ‘ভাইরাস’–এর ১০ অজানা তথ্য

ছোটবেলা এডিএইচডিসহ (অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিজঅর্ডার) নানা ধরনের স্নায়বিক সমস্যায় ভুগেছেন। পরে এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠেন। পড়াশোনা চলার সময়ই তাজ হোটেলে ওয়েটারের কাজ নেন। কে জানত, তিনি একদিন হয়ে উঠবেন জনপ্রিয় অভিনেতা। না, নায়ক তিনি নন। তবে পার্শ্ব–অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করে পেয়েছেন সাধারণ দর্শকের প্রশংসা ও সমালোচকদের তারিফ। এই অভিনেতা আর কেউ নন, বোমান ইরানি। আজ তাঁর জন্মদিন। ১৯৫৯ সালের আজকের দিনে মুম্বাইয়ের একটি পারসি পরিবারে জন্ম তাঁর। জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে ১০টি তথ্য।

১ / ১০
তাজ হোটেলে দুই বছর ওয়েটার ও রুম সার্ভিসে কাজ করেছেন বোমান ইরানি। পরে পদোন্নতি পেয়ে হোটেলের রুফটপ রেস্তোরাঁর ওয়েটার হন
২ / ১০
তাজ হোটেলে কাজের সময় যে টিপস পেতেন, সেটি জমিয়ে ক্যামেরা কেনেন। প্রথম দিকে তুলতেন মূলত খেলার ছবি। স্কুলের ক্রিকেট ও ফুটবল খেলার ছবি তুলতেন। তবে একটা সময় ঠিক করেন ছবি তুললে ভালোভাবেই তুলবেন। যুক্ত হবেন বড় কোনো কাজের সঙ্গে। এভাবেই মুম্বাইয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ছবি তোলার সুযোগ মেলে
৩ / ১০
স্কুল ও কলেজ থেকে অভিনয়ের পোকা ছিল। তবে মেলে ধরার সুযোগ পাচ্ছিলেন না। আশির দশকের শুরুর দিকে অভিনয়ে তালিম নিয়ে থিয়েটারে নাম লেখান
৪ / ১০
২০০০ সালে পর্দায় দেখা যায় বোমান ইরানিকে। শুরুর দিকে করেন প্রচুর বিজ্ঞাপনচিত্র। ২০০৩ সালে ‘ডরনা মানা হ্যায়’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন
৫ / ১০
তবে ২০০৩ সালে সবচেয়ে বড় পরিচিতিটা পান রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে। এক ছবি দিয়েই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান। হয়ে ওঠেন রাজু হিরানির সিনেমার নিয়মিত মুখছবি : সংগৃহীত
৬ / ১০
পরে রাজু হিরানির ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’তেও দেখা যায় তাঁকে
৭ / ১০
‘থ্রি ইডিয়টস’-এর ডক্টর বিরু ওরফে ‘ভাইরাস’ হোক অথবা ‘পিকে’র সেই সাংবাদিক চেরি বাজওয়াকে কে ভুলতে পারে
৮ / ১০
রাজু হিরানির সিনেমা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষায় সিনেমায় অভিনয় করেছেন
৯ / ১০
রেস্তোরাঁর ওয়েটার হিসেবে শুরু করা সেই বোমান ইরানি এখন ভারতের অন্যতম সেরা অভিনেতা। করেছেন ১০০–এর বেশি সিনেমা
১০ / ১০
বোমান ইরানির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘উঁচাই’ও ভালো ব্যবসা করেছে। সিনেমাটিতে তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের
ছবি : সংগৃহীত