প্রিয়াঙ্কা কি ভারত ছাড়ছেন
প্রিয়াঙ্কা চোপড়া থেকে আনুশকা শর্মা। বলিউডের প্রথম সারির এই তারকারা বিদেশে পাড়ি জমাচ্ছেন। জানা গেছে, আনুশকা শর্মাও লন্ডনে সংসার পেতেছেন। দক্ষিণি অভিনেত্রী তাপসী পান্নুও নাকি বিদেশেই আছেন। প্রিয়াঙ্কা বহু আগেই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন মার্কিন মুলুকে। বেশ কয়েক বছর ধরে কাজ করছেন হলিউডে। পাকাপাকিভাবে বসবাস করছেন লস অ্যাঞ্জেলেসে। এর মধ্যে বলিউডে চোখে পড়ার মতো কোনো কাজ করেননি তিনি। আর হিন্দি সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা যাবে কি না, সেটি নিয়েও আছে সন্দেহ। মাঝেমধ্যে স্বামী-সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ভারতে, তবে সেটিও খুবই স্বল্প সময়ের জন্য।
এরই মধ্যে প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা নাকি ভারতে কার্যক্রম গুছিয়ে নিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থার মূল কাজ মুম্বাই থেকে সরিয়ে ফেলেছেন তাঁরা।
এবার যুক্তরাষ্ট্র থেকেই সংস্থার কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি আরও বলেন, সংস্থা সরিয়ে ফেলায় এখন আর কোনো ভারতীয় ছবি প্রযোজনা করা হবে না। তবে প্রিয়াঙ্কা যদি ভারতে আবার ছবি করতে আসেন, তখন বিষয়টি ভেবে দেখা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জল্পনাকল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি আর দেশে ফিরছেন না প্রিয়াঙ্কা?
যদিও কিছুদিন আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আবারও হিন্দি ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি যে মজা করছেন না, সেটিও সে সময় স্পষ্ট করেছিলেন।
তিনি বলেন, ‘আমি এখানে বহু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি, চিত্রনাট্য পড়েছি। আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি। এ বছর খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু তুরুপের তাসটা আমার আস্তিনেই রয়েছে, সময়মতো বের করব।’
এত দিন ‘সিটাডেল’-এর শুটিংয়ে ব্যস্ততা ছিল প্রিয়াঙ্কার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাজ শেষ হয়েছে বলে জানান অভিনেত্রী। এখন বিরতি নিয়েছেন কাজে, মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।