ফিল্মফেয়ারের ‘ব্ল্যাক লেডি’ উঠল যাঁদের হাতে
গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল ৬৮তম ফিল্মফেয়ার পুরস্কারের আসর। হিন্দি সিনেমার অন্যতম পুরোনো এই পুরস্কার অনুষ্ঠানে যেন বসেছিল তারার মেলা। এবার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান, মনীশ পল ও আয়ুষ্মান খুরানা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
গত বছর মুক্তি পাওয়া হিন্দি সিনেমার নিরিখে দেওয়া হয়েছে এবারের ফিল্মফেয়ার। তবে ২০২২ সালটা হিন্দি সিনেমার জন্য ভালো যায়নি। একের পর এক ছবি ফ্লপ হয়েছে, সমালোচক প্রশংসিত সিনেমাও ছিল হাতে গোনা। দর্শকের তাই আগ্রহ ছিল কাদের হাতে ওঠে আলোচিত এই পুরস্কার।
অবশেষে জল্পনাকল্পনা শেষে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাক লেডি’ নিয়ে ঘরে ফিরেছেন তারকারা। জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন রাজকুমার রাও ও আলিয়া ভাট।
এ দুই পুরস্কারসহ একনজরে দেখে নেওয়া যাক ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে উল্লেখযোগ্য ক্যাটাগরিতে বিজয়ী প্রার্থীদের তালিকা।
সেরা সিনেমা : গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি
সেরা সিনেমা (সমালোচক): বাধাই দো
প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী (পুরুষ): রাজকুমার রাও (বাধাই দো)
প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পী (নারী): আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি)
সেরা অভিনেতা (সমালোচক): সঞ্জয় মিশ্র (বধ)
সেরা অভিনেত্রী (সমালোচক): ভূমি পেডনেকর (বাধাই দো) ও টাবু (ভুল ভুলাইয়া টু)
সেরা পরিচালক: সঞ্জয়লীলা বানসালি (গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি)
পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পী (পুরুষ): অনিল কাপুর (যুগ যুগ জিয়ো)
পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পী (নারী): শিবা চন্দ্রা (বাধাই দো)
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): অঙ্কুশ গেদাম (ঝুন্ড)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): আন্দ্রেয়া কেভিচুসা (অনেক)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান-শিবা)
সেরা কণ্ঠশিল্পী (নারী): কবিতা শেঠ (রঙ্গ সারি, জুগ জুগ জিয়ো)
আজীবন সম্মাননা: প্রেম চোপড়া