সালমানের হারানো সিংহাসন ফেরত দেবে ‘সিকান্দার’
‘ইনসাফ নয়, হিসাব করতে এসেছি’, টিজারে সালমান খানের কণ্ঠে শোনা এই সংলাপ নিয়ে জোর আলোচনা চলছে অন্তর্জালে। অথচ সালমানের নতুন সিনেমার টিজার মুক্তি পেয়েছে বিকেলে কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘সিকান্দার’। তবে প্রশ্ন একটাই, সিনেমাটি দিয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন অভিনেতা?
কয়েক বছর ধরেই সালমান খান অভিনীত সিনেমার বাজার পড়তির দিকে। মাঝখানে একই অবস্থা হয়েছিল শাহরুখ খানের কিন্তু ২০২৩ সালে টানা তিন সুপারহিট সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন তিনি। কিন্তু সালমানের ক্ষেত্রে সেটা হয়নি। অবস্থা এতটাই খারাপ, সালমানের পেছনে বড় অঙ্কের বিনিয়োগ করতেও সাহস পাচ্ছেন না প্রযোজকেরা। এ কারণেই নাকি অ্যাটলির সঙ্গে সালমানের সিনেমা আপাতত স্থগিত হয়েছে।
সে যা–ই হোক, এবার আসা যাক ‘সিকান্দার’ প্রসঙ্গে। বলিউডের যে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নির্মাতার অভাব, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। এ কারণেই শাহরুখ ‘পাঠান’-এর পর অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ করেছিলেন। সালমানও তাই নিজের হারানো সিংহাসন ফিরে পেতে জোট বেঁধেছেন এ আর মুরুগাদাসের সঙ্গে।
এর আগে সিনেমার ঘোষণা দিয়ে যে প্রাথমিক ভিডিও মুক্তি পেয়েছিল, সেটা মিশ্র প্রতিক্রিয়া পায়। তবে আজ মুক্তি পাওয়া ‘সিকান্দার’-এর টিজার বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। পুরোপুরি খুশি না হলেও তাঁদের আশা, এ সিনেমা দিয়ে ফিরতে পারবেন সালমান।
১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে, তিনি প্রকাশ করেন যে তাঁর দাদি তাঁকে ‘সিকান্দার’ নাম দিয়েছিলেন। টিজারে তাঁকে বলতে শোনা যায়, ‘লোকে আমাকে রাজা বলে ডাকে।’
এরপরে টিজারে আসে একের পর এক অ্যাকশন দৃশ্য। যেখানে সালমানের সিগনেচার স্টাইল লার্জার দ্যান লাইফ রূপে দেখানো হয়। তিনি একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করে তাঁদের ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করতে দেখা যায়।
টিজারে দেখা মিলেছে ‘ভাইজান’-এর নায়িকা রাশমিকা মান্দানাকেও। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমার প্রথম টিজার।
১ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সালমান এমন একটা ঘরে ঢুকছেন, যে ঘরটিতে অস্ত্র ভর্তি। আর সেখানে রয়েছে বর্ম পরা সামুরাই সেনা। মনে হচ্ছিল যে তিনি একটি ফাঁদে পা দিয়েছেন। তবে ঠিক তখনই তিনি বলেন, ‘আমি শুনেছি, আমাকে নিয়ে আসার জন্য এটি করেছে। শুধু আমার ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন।’
চলতি মাসের শুরুর দিকে সালমান সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন, যেটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। আগামী রোজার ঈদের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমায় সালমান, রাশমিকা ছাড়াও আছেন কাজল আগরওয়াল। ছবিটি প্রযোজনা করেছে সালমানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।