৭০০ কোটির ‘ঝামেলা’য় ‘কৃষ ৪’

‘কৃষ’ সিরিজের সিনেমায় হৃতিক রোশন। আইএমডিবি

এই আসছে, শিগগিরই ঘোষণা হবে; হৃতিক রোশন অভিনীত ‘কৃষ ৪’ নিয়ে গত কয়েক বছরে এমন অনেক কথা শোনা গেছে। কিন্তু সিনেমার কাজ আর শুরু হয়নি। এবার সিনেমাটি নিয়ে নতুন জটিলতার খবর প্রকাশ্যে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বিনিয়োগ জটিলতায় সিনেমাটির কাজ আরও পিছিয়ে গেছে।

হৃতিক রোশন। এএনআই

‘কৃষ ৩’ মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ৪’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। কারণ, নতুন এক জটিলতায় পড়েছেন নির্মাতা। সব মিলিয়ে ‘কৃষ ৪’–এর বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি। এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছে না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, এত টাকা লগ্নির ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না কোনো প্রযোজক। সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিকের বন্ধু তিনি। হৃতিক প্রথমে তাঁকে দায়িত্ব দিয়েছিলেন কোনো স্টুডিওর সঙ্গে চুক্তি করার জন্য। এত দিনেও সেটা সম্ভব হয়নি। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে আর থাকছে না।

এখন সিনেমার প্রযুক্তি অনেকখানি এগিয়েছে। মার্ভেলের সিনেমাগুলো সুপারহিরোর নতুন স্বাদ দিয়েছে দর্শককে।

ফলে এই সময়ে সুপারহিরোকেন্দ্রিক কোনো সিনেমা বানাতে গেলে সেটা মানের দিক দিয়ে হলিউডের কাছাকাছি হতে হবে। আর সেটা করতে গেলেই আসে অর্থের প্রশ্ন। সে কারণে বাজেট বেড়েছে সিনেমাটির।

তবে এত অর্থ ফেরত আসবে কি না, এ বিষয়ে দ্বিধাগ্রস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে হাল ছাড়ছেন না নির্মাতা রাকেশ কিংবা হৃতিক—কেউই। জানা গেছে, ভারতের বড় স্টুডিওগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন তাঁরা। চেষ্টা করছেন দ্রুত একটি চুক্তি করে সিনেমার শুটিং শুরু করার।

আরও পড়ুন