শ্যামদেশে তিন কন্যা

বলিউড অভিনেত্রী মৌনি রায় ও দিশা পাটানির ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই তাঁরা ঘুরতে বেরিয়ে পড়েন এখানে-এখানে। এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে কৃষ্ণা শ্রফ। তাঁদের ঘুরে বেড়ানোর ছবি পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

১ / ৫
থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন তিন কন্যা। দিশা পাটানি, মৌনি রায়, কৃষ্ণা শ্রফরা ঘুরে বেড়ানোর সেসব ছবি পেস্ট করেছেন ইনস্টাগ্রামে। দিশা পাটানির ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৫
এ সফরে তাঁদের দেখা গেছে একই রঙের পোশাক পরতে। দিশা পাটানির ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
কোনো ছবিতে তাঁদের দেখা গেছে, হোটেলকক্ষে, কোনো ছবিতে সমুদ্রসৈকতে। ছবি দেখেই বোঝা গেছে সফর বেশ উপভোগ করেছেন তাঁরা। দিশা পাটানির ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
কোনো ছবিতে আবার দেখা গেছে সমুদ্রস্নানে। দিশা পাটানির ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
দিশা, মৌনি ও কৃষ্ণার এসব ছবি পছন্দ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে কেউ কেউ আবার ভ্রমণ নিয়ে ভিডিও করার অনুরোধ করেছেন। দিশা পাটানির ইনস্টাগ্রাম থেকে