বয়সে ১২ বছরের বড়, তাঁদের প্রেম–বিয়ের ঘটনায় শোরগোল পড়ে যায়
বেশ কিছু সিনেমায় অভিনয় করে তখন জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যেই একটি শুটিংয়ের পর প্রকাশ্যে নায়কের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন। পুরো বলিউডে ঘটনাটি আলোচিত হয়েছিল। এর কারণ ছিল, সেই নায়কের চেয়ে নায়িকার বয়সের ব্যবধান ১২ বছরের। বলছি অমৃতা সিংয়ের কথা। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর জানা–অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫