‘হীরামন্ডি’ দিয়ে হঠাৎ আলোচনায়, কে এই অভিনেতা
যশ রাজ ফিল্ম প্রযোজিত ‘লাভ কা দ্য এন্ড’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর অভিনয় করেছেন আরও কয়েকটি সিনেমায়।
কিন্তু নজর কাড়তে পারেননি। কিন্তু গত ১ মে সঞ্জয়লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজ মুক্তির পর থেকেই আলোচনায় অভিনেতা ত্বহা শাহ বাদুশা। হঠাৎ আলোচনায় আসা কে এই অভিনেতা? বিস্তারিত জেনে নেওয়া যাক এবিপি নিউজ অবলম্বনে।
‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের মাধ্যমে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, অদিতি রাও হায়দারি, ফারদিন খান, শেখর সুমন ও অধ্যয়ন সুমনের মতো তারকাদের এক পর্দায় এনেছেন পরিচালক। তবে সিরিজ মুক্তির পর আলোচনা শুরু হয়েছে অন্য এক অভিনেতাকে নিয়ে।
এই সিরিজে ‘তাজদার’-এর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজর কেড়েছেন ত্বহা শাহ বাদুশা। ১৯৮৭ সালের ১৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জন্ম ত্বহার। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে আবু ধাবিতে থাকতেন তিনি। চতুর্থ শ্রেণি পর্যন্ত আবু ধাবির স্কুলে পড়ার পর তাঁকে ভারতে পাঠিয়ে দেয় পরিবার। তামিলনাড়ুর একটি স্কুলে পড়তে শুরু করেন তিনি।
কিন্তু পরিবারের সঙ্গে থাকতে তিন বছর তামিলনাড়ুতে থাকার পর আবার সংযুক্ত আরব আমিরাতে ফিরে যান ত্বহা। সেখানেই স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হন তিনি। কিন্তু অভিনয় করবেন বলে কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন।
পড়াশোনা ছেড়ে দিয়ে অস্ত্রবিদ্যা, প্যারাগ্লাইডিং ও স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ নেন ত্বহা। রোজগারের জন্য ব্যবসাও শুরু করেন তিনি।
ব্যবসার পাশাপাশি মডেলিংয়ের জগতেও পা রাখেন ত্বহা। টানা তিন বছর বিভিন্ন জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি।
২০০৯ সালে দাদার সঙ্গে দেখা করার জন্য কানাডায় যান ত্বহা। সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন, অভিনয় নিয়ে পড়াশোনা করবেন।
আবু ধাবির একটি কলেজে অভিনয় নিয়ে পড়াশোনা করতে শুরু করেন ত্বহা। তাঁর বাবা-মা বুঝতে পেরেছিলেন, অভিনয় নিয়ে ভবিষ্যৎ তৈরি করতে চাইলে তাঁদের পুত্রকে মুম্বাই যেতে হবে। বাবা-মায়ের সঙ্গে দুদিনের জন্য মুম্বাই ঘুরতে যান ত্বহা। তার পর সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মুম্বাইয়ে অভিনয়ের প্রশিক্ষণও নেন। মুম্বাই যাওয়ার ৯ মাসের মধ্যেই একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান।
যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাভ কা দ্য এন্ড’। এই ছবিতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান ত্বহা। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
২০১৩ সালে করণ জোহরের প্রযোজনায় ‘গিপ্পি’ ছবিতে অভিনয় করতে দেখা যায় ত্বহাকে। কিন্তু সেই ছবিটিও বক্স অফিসে ব্যবসা করতে পারেনি।
২০১৪ সালে করণের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বার বার দেখো’। সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন ত্বহাও। কিন্তু এই ছবিটিও ব্যবসা করতে ব্যর্থ হয়।
অবশেষে ‘হীরামন্ডি’ দিয়ে পেলেন সাফল্যের দেখা। এ সিরিজে সাফল্যের পর অভিনেতার ভক্ত-অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক প্রযোজক ও পরিচালকও তাঁকে কাজ করেত আগ্রহী হয়ে উঠছেন বলে জানা গেছে।