অ্যাকশন নয়, ভালো গল্প-ই মানুষকে সিনেমা হলে বেঁধে রাখবে: আমির খান
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। এর প্রযোজক আমির খান। ছবিটির মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের খারে ফারহান আখতারের এক্সেল অফিসে সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেন আমির খান। তাঁদের মধ্যে ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।
গত জানুয়ারিতে একমাত্র কন্যা ইরার ধুমধাম করে বিয়ে দিয়েছেন আমির। আড্ডা শুরু হয় মেয়ে ইরার বিয়ের কথা দিয়ে। মেয়ের বিয়ের পর ব্যস্ততা কমেছে? আমির হেসে জবাব দেন, ‘হ্যাঁ, এখন অনেকটা হালকা বোধ করছি। কাজে ফিরেছি। আমার জামাই বলে বলছি না, নূপুর দারুণ ছেলে। আমি ওকে অনেক আগে থেকেই চিনি। আর নূপুরের মা প্রীতমজি দুর্দান্ত মানুষ। সব মিলিয়ে ইরা খুব ভালো পরিবারে গেছে। আমি এখন নিশ্চিন্ত।’
‘লাপাতা লেডিস’ ছবির প্রচারে বেশ সময় দিয়েছেন আমির। ছবিটি প্রযোজনা করতে আগ্রহী হলেন কেন জানতে চাইলে আমিরের জবাব, ‘ছবির গল্পে বিনোদনের যথেষ্ট রসদ মজুত আছে, কাহিনি আমার মন ছুঁয়ে গেছে; কিরণ এই ছবির পরিচালনার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি। ছবিটিতে সবাই দারুণ অভিনয় করেছেন।’
‘লাপাতা লেডিস’ নিয়ে আশাবাদী ছিলেন আমির। এদিকে তাঁর অভিনীত পরপর দুটি ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’ দর্শককে মনোরঞ্জন করতে ব্যর্থ হয়েছে। এ দুই ছবির ব্যর্থতার প্রসঙ্গে আমির বলেন, ‘থাগস অব হিন্দুস্তান যে ফ্লপ হবে, সে আভাস মুক্তির আগেই পেয়েছিলাম।
তবে আমরা প্রত্যেকে এ ছবির জন্য প্রচুর পরিশ্রম করেছিলাম। তবে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এই ব্যর্থতা আমাকে অনেক দিন তাড়া করেছিল। এটা থেকে বের হতে সময় লেগেছিল। ছবিটি নির্মাণের ক্ষেত্রে আমার কিছু ভুলত্রুটি ছিল, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
এখন অ্যাকশন, মশালাধর্মী ছবি বক্স অফিসে বেশি দাপট দেখাচ্ছে। ‘জওয়ান’, ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ছবিগুলোর সাফল্য সে কথাই বলছে। আমিরের মতে, এই ট্রেন্ড বেশি দিন থাকবে না। তাঁর কথায়, ‘অনেকের মতে কোভিডের পর দর্শকের রুচি বদলে গেছে। আর তাই লাল সিং চাড্ডা চলেনি বলে অনেকের ধারণা।
কিন্তু তা ঠিক নয়। অ্যাকশন ট্রেন্ড এখন চলছে। তবে আমার মতে, শেষ পর্যন্ত ভালো কাহিনি-ই মানুষকে তিন ঘণ্টা প্রেক্ষাগৃহে বেঁধে রাখবে।’ আমিরকে কী আগামী দিনে অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে? উত্তরে এই তারকা বলেন, ‘নিশ্চয় করব। আমি তো অ্যাকশন হিরো হিসেবেই এসেছি। তবে অবশ্যই ছবির গল্প ভালো হতে হবে, তাতে যেন আবেগ থাকে।’
আড্ডার শেষে উঠে আসে আমির খানের বড় ছেলে জুনাইদের প্রসঙ্গ। আমির বলেন, তাঁর দুই ছেলে জুনাইদ আর আজাদ তাঁর মতোই লাজুক প্রকৃতির। জুনাইদ সব সময় প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখেন।
এই তারকা-পুত্র এবার মহারাজ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। আর পুরোপুরি নিজের চেষ্টায় জুনাইদ নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছেন বলে জানান আমির। এই তারকা বলেন, ‘আমার পরিচয় থেকে জুনাইদ ছোট থেকেই নিজেকে দূরে রেখেছে। তাই ওকে কেউ আমার ছেলে বলে আগে চিনত না। আর পাঁচটা সাধারণ ছেলের মতো নিজের ক্যারিয়ার ও শুরু করেছে। তাই ওর গায়ে স্বজনপ্রীতির তকমা লাগাতে পারবেন না। আর ছেলেটা খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। বাসে, ট্রেনে ও যাতায়াত করে। গাড়ি পর্যন্ত নেয় না।’
আমির এখন ‘সিতারেঁ জমিন পার’ ছবির শুটিংয়ে ব্যস্ত।